আবু ইউসুফ মিন্টু :
খুব বেশী কাজ পেতেন নির্মাণ শ্রমিক ইয়াছিন তাই প্রতিহিসংসার জের ধরেই পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে । এছাড়াও কষ্টিপাথরের বেচা বিক্রির একটি বিষয়ও রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্ত সংলিষ্টরা।
সোমবার (১০ মে) সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন নবী বিপিএম।
তিনি সাংবাদিকদের জানান স্থানীয়, নির্মাণ শ্রমিক সেলিম গত ১৩ মে সন্ধায় শাহনাজ নামের এক মহিলাকে দিয়ে নির্মাণ শ্রমিক ইয়াছিনকে মোবাইল ফোনে ফেনীর বনানী পাড়ার মোশারফ হোসেন নামের এক ব্যাক্তির বাসায় নিয়ে যান। সেখানেই ৫/৬ জন তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে একটি বস্তায় ভরে সেলাই করে রাত ১০টার দিকে জামালের সিএনজিতে করে ফেনী থেকে পরশুরামের সিমান্তবর্তী রাঙ্গামাটিয়া গ্রামে নিয়ে যান। সেখানে তাকে একটি গর্তে রেখে মাটিচাপা দেন।
নিহত ইয়াছিন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধ্যম রাঙ্গামাটিয়া গ্রামের মো হাসানের ছেলে।
সে গত ১৩ এপ্রিল নিখোঁজ হন পরদিন ১৪ এপ্রিল তাঁর ভাই হারুন পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কিন্তু পুলিশের কোন তৎপরতা না থাকায় ইয়াছিনের ভাই পূনরায় ফেনীর ডিবি কার্যালয়ে অভিযোগ দেন। নিখোঁজের ২৭দিন পর গত রবিবার (৯মে) দুপুরে তাঁর বস্তাবন্ধি লাশ উদ্বার করা হয়।
স্থানীয় গ্রামবাসী জানান, শনিবার দুপুরের পর থেকে গ্রামে গুঞ্জন রটে একটি অজ্ঞাতনামা লাশ রয়েছে। কিন্তু এলাকার লোকজন বিভিন্ন দিকে খুঁজতে থাকে পরে লোকজন ধারণা করছেন নিহত ইয়াছিনের লাশ হতে পারে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করেন।
এই ব্যাপারে পরশুরাম থানায় নিহতের ভাই মো হারুন বাদী হয়ে সেলিম, এমাম হোসেন, বাড়ীর মালিক মোশারফ হোসেন, কুসুম, শাহনাজ, সিএনজি চালক জামাল ৬জনকে আসামী করে ৯ মে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত পুলিশ সেলিম ও সিএনজি চালক জামালকে আটক করেছেন।
পরশুরাম থানার পুলিশ জানান হত্যা ঘটনায় মধ্যম রাঙ্গামাটিয়া আবুল কালাম এর ছেলে মো সেলিম (৩৩) আটক পূর্বক জিজ্ঞাসাবাদ তার দেয়া তথ্য মতে ইয়াছিনের মৃত দেহটি বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার মান্নানের বাগানের বাংলাদেশ সীমান্ত পিলার নং-২১৫৭-১২-এস এর ৫০ গজ অভ্যন্তরে ইয়াছিনের মৃত দেহটি উদ্ধার করা হয়।
পরশুরাম থানার এস আই মোস্তাক জানান আটককৃত আসামী দুজনকে সোমবার আদালতে তোলা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









