সর্বশেষ আপডেট



» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

» ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

» ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

» ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল

» ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”

» ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন

» বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা

» ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ

» ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

» উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম

» স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

» বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত 

» সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

» ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব

» ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আসক্তির নতুন নাম ‘গ্লু স্নিফিং’

ডা. মুসা হাসনাত :

১)কিছুদিন পূর্বে মগবাজার হয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম পথশিশুদের একটা দল প্লাস্টিকের ব্যাগ নিয়ে ফুঁ দিচ্ছে।
২) আবারও ঘটনার পুনরাবৃত্তি দেখলাম, এবার স্থান- ঢাকা মেডিকেল কলেজ এর গেইট সংলগ্ন শহীদ মিনারে।
বিষয়টি বেশ ভাবিয়ে তুলল তাই এই নিয়ে একটু লিখার অভিপ্রায় হল।

তাহলে শুরু করি, এক প্রকার গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্প বা ধুম্রে পরিণত হয়,. চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘গ্লু স্নিফিং’ বলে। বর্তমানে ইহাই ‘ড্যান্ডি’ নামে সবার কাছে ব্যাপক পরিচিত।
সাধারণত চার প্রকার জৈব যৌগ যেমন- বেনজিন, টলুইন, অ্যাসিটোন ও কার্বন ট্রাই ক্লোরাইড নামক এই গাম জাতীয় পদার্থে বিদ্যমান থাকে। বিভিন্ন প্রকার রাবার ও চামড়া জাতীয় পদার্থ যথা- জুতা, চাকার রাবার টিউব, তাছাড়া ছোটখাট ইলেকট্রনিক যন্ত্রপাতি, প্লাস্টিকের পন্য প্রভৃতির মেরামত ও জোড়া লাগানোর জন্য সংযোজক কারক হিসেবে এর বহুল ব্যাবহার বিদ্যমান।
গাম জাতীয় এই প্রকার উদ্বায়ী পদার্থ বাষ্প বা ধুম্রাকারে ‘গন্ধ শুকা’ বা শ্বাস গ্রহণের মাধ্যমে শ্বসনযন্ত্র হয়ে রক্তের মাধ্যমে মস্তিষ্ক প্রবেশ করে। এতে শরীর এ তৈরি হয় আনন্দের শিহরণ আর অনিয়ন্ত্রিত উন্মাদনা, যা পরবর্তীতে দেহে আনে এক শিথীলতার ভাব। দীর্ঘ মেয়াদে এই পদার্থের অপব্যবহারের ফলে এর প্রতি সৃষ্টি হয় এক চরম আসক্তি।

আসক্তির কারণঃ
১) চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নেশা জাতীয় জিনিস অবিরত ব্যবহার এর ফলে শরীরের ডোপামিন হরমোনের আধিক্য, মস্তিষ্কের ব্যাসাল গ্যাংলিয়ার রিওয়ার্ড সার্কিট তথা নিউক্লিয়াস অ্যাকামবেন্স এবং প্রি ফ্রন্টাল কর্টেক্সের উত্তেজনা হেতু এই আসক্তির উদ্ভব হয়। এছাড়া-
২) জীনগত(৪০-৬০%)
৩) আর্থ-সামাজিক অস্বচ্ছতা, পারিবারিক কলহ, বিভিন্ন কারণে ব্যর্থতা প্রভৃতি কারণে আসক্তির সৃষ্টি হয়।

ঝুঁকিপূর্ন গ্রুপঃ
১.সমাজের সুবিধা বঞ্চিত প্রান্তিক কিশোর-কিশোরী।
২. সদ্য বয়োপ্রাপ্ত শ্রেনী।
৩. নেশার প্রতি কৌতুহল প্রবণ কিশোর-কিশোরী।
৩. শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অল্প বয়স্ক জনগোষ্ঠী।
৪) আচরণগত সমস্যায় আক্রান্ত শিশু।
৫) হতাশা, উদ্বিগ্নতা, অত্যধিক মানসিক চাপে থাকা জনগোষ্ঠী।
৬) অসৎ সংগ, এন্টি সোস্যাল পার্সোনালিটি সমস্যায় আক্রান্ত ব্যাক্তিবর্গ।

ক্ষতিকর প্রভাবঃ

ক) শারিরীক সমস্যা #
১)মাথা ঘোরা, চলাচলে অসংলগ্নতা, কথা জড়িয়ে আসা, হাত-পা কাঁপা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, রক্ত বমি, অজ্ঞান হয়ে যাওয়া। এমনকি নেশার অতিমাত্রায় নিউমোনিয়া, হার্ট ফেইলিউর কিংবা শ্বাসরোধ বা দুর্ঘটনার কারণে আক্রান্ত ব্যাক্তির মৃত্যুও ঘটতে পারে।
২) যক্ষা, এইডস,যৌন বাহিত নানা রোগ,অ্যাজমা, ব্রংকাইটিস, লিভার সিরোসিস, লিভার ও ফুসফুসের ক্যান্সার ইত্যাদি।

খ) মানসিক সমস্যা #
১) উত্তেজনা তথা উন্মত্ততা, উদাসীনতা, বিবেক বুদ্ধি, স্মৃতিশক্তি লোপ পাওয়া, চিত্তবিভ্রম, শ্রুতি ও দৃষ্টিবিভ্রম, কলহপ্রবণতা ইত্যাদি।
২) হতাশা,উদ্বিগ্নতা, মনোবৈকল্য, আত্মহত্যা
৩) সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ইত্যাদি।

গ)সামাজিক ও আচরণগত সমস্যা #
১)নারী ও শিশু নির্যাতন।
২)পারিবারিক ও সামাজিক টানাপোড়ন।
৩)বিবাহ বিচ্ছেদ।
৪) ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত দায়বদ্ধতা কমে যাওয়া।
৫) অপরাধ প্রবণতা তথা- মাদক ব্যবসা, চোরাচালান, চুরি, ডাকাতি, খুন প্রভৃতির প্রকোপ বেড়ে যাওয়া ইত্যাদি।
৬) কর্মদক্ষতা হ্রাস পাওয়া।

#চিকিৎসা —
১) অধিকাংশ ক্ষেত্রেই এই প্রকার নেশায় আক্রান্তদের সমস্যাসমূহ সংক্ষিপ্ত সময়ের ও মৃদু প্রকৃতির হয়। তাই এই সমস্যা মৃদু প্রকৃতির হলে রোগীকে কেবল আশ্বস্ত করলেই যথেষ্ট যে এই সমস্যা গুরুতর কিছু নয়। অল্প সময়ের মধ্যেই এই সমস্যা সমূহ হতে রোগী আরোগ্য লাভ করবেন।

২) তবে তীব্র পর্যায়ে যেমন রোগী সংজ্ঞাহীন হলে, শ্বসনতন্ত্র ও হৃদযন্ত্রের ক্রিয়া লুপ্ত হলে কিংবা রক্ত বমি হলে আক্রান্ত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক এর তত্ত্বাবধানে রেখে নিবিড় চিকিৎসার প্রয়োজন হতে পারে।

#পুনর্বাসন-
১) প্রথমে রোগীকে সমস্যা সম্পর্কে আশ্বস্ত করতে হবে এবং স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করতে হবে।
২) পাশাপাশি নিশ্চিত করতে হবে এই সমস্যার জটিলতা ও সহযোগী হিসেবে থাকা নানা শারিরীক ও মানিসিক সমস্যার যথাযথ চিকিৎসা।
৩) রোগীর জন্য প্রয়োজন পর্যাপ্ত পারিবারিক ও সামাজিক সহায়তার।
৪) ফ্যামিলি ও সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে।
৫) ক্ষেত্রবিশেষে এই রোগের চিকিৎসার প্রয়োজনে যথাযথ অভিভাবকের তত্ত্বাবধানে পরিচালিত ফস্টার কেয়ার, রেসিডেন্সিয়াল কেয়ারে ও নেওয়া যেতে পারে।
৬) নানা আর্থ- সামাজিক ও পেশাগত পুনর্বাসন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৭) এই নেশার সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে।
এই ক্ষেত্রে গণমাধ্যম সমূহ প্রধান নিয়ামকের ভুমিকা পালন করতে পারে।
লেখক :
ডাঃ মুহাম্মদ মুসা হাসনাত
মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!