২০১২ সালে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে খাওয়া মা-বাবা ও স্বজনহীন রাবুকে মানবিক কারণে বিয়ে করেছিলেন পিকআপ চালক জুয়েল (৩৫)। টাকা-পয়সা খুইয়ে এ বিষয়ে ফেনী মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
জুয়েলের ভাষ্যমতে, ২০১২ সালে চট্টগ্রাম ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন পিকআপ চালক জুয়েল। ওই সময় রাবু বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। জুয়েল তাকে টাকা-পয়সা ও বিভিন্ন প্রকারের খাদ্যসামগ্রী কিনে দিয়ে সহায়তা করতেন। এক পর্যায়ে ঠিকানা ও স্বজনদের পরিচয় জানতে চাইলে রাবু জানান, পৃথিবীতে তার কোনো স্বজন নেই। ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর থেকে রাবু মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে খাবার জোগান।
বিষয়টি জানতে পেরে তাকে মানবিক কারণে ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন জুয়েল। এক পর্যায়ে জুয়েলের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সিকদার বাড়িতে নিয়ে এসে সংসার শুরু করেন। সেখানে তাদের দুই সন্তান হয়।
সোমবার (১৭ মে) জুয়েল বাড়িতে আসলে জানতে পারেন তার স্ত্রী চলে গেছেন। পরে স্থানীয়রা জানান, রাবু বিভিন্ন সময় আশপাশের লোকজনের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ঋণ নিয়ে ফেরত দেননি। এছাড়া তিনি সন্তানদের জন্য ব্যাংকে জমা রাখবেন বলে অন্তত পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কারও নিয়ে গেছেন রাবু।
এ বিষয়ে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বলেন, ‘রাবেয়া আক্তার নামের এক গৃহবধূ মানুষের থেকে টাকা নিয়ে পালিয়েছেন বলে পরিবহন শ্রমিক জুয়েল তাকে জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে অন্য কেউ আমার কাছে কোনো অভিযোগ দেননি।’
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রকৃত বিষয়টি জেনে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”