স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফেনীর বিশিষ্ট আইনজীবী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সভাপতি, জেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা এডভোকেট জাহিদ হোসেন খসরু রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার, ২০ মে রাত ১০টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
এডভোকেট খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া গণমাধ্যমে প্রেরিত পৃথক পৃথক শোকবার্তায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুর হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফেনী প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করা হয়।
আরো উল্লেখ করা হয় মহান আল্লাহপাক মরহুমকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আমিন।
পারিবারিক সূত্র জানায়, আজ ২১ মে, শুক্রবার বাদ জুম্মা ফেনীর মিজান ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্হানে তাঁর লাশ দাফন করা হবে।
খসরুর মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সব মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। নেতৃবৃন্দ জাহিদ হোসেন খসরুর আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য; গত কিছুদিন আগে ইউনাইটেড হাসপাতালে তার বাল্ব প্রতিস্থাপন করা হয়। এরপর অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে নেয়া হয়। এর দুই সপ্তাহের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমালেন এই রাজনীতিক। এর আগে তিনি গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে শহরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর রাজধানীর মোহাম্মদপুর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









