স্টাফ রিপোর্টার :
সদ্য সমাপ্ত হওয়া ফেনী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে অংশ নেয়নি বালিগাঁও ইউনিয়ন পরিষদ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারকে শোকজ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা। এদিকে টুর্ণামেন্টে অংশ না নেওয়ায় ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা হয়েছে ।
সংশ্লিষ্ট জানা গেছে, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। গত ২৯ মে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় ১২ ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টি অংশগ্রহণ করলেও বালিগাঁও ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেনি।
জানা যায়, গত ২৯ মে পাঁচগাছিয়া এ জেড খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বালিগাঁও ইউনিয়নের বিপরীতে পাঁচগাছিয়া ইউনিয়নের খেলা ছিল। কিন্তু খেলার আগ মুহুর্তে বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার তাঁর মুঠোফোনটি বন্ধ করে রাখে এবং তাঁর টিম অংশ না নেওয়ায় স্বাগতিক পাঁচগাছিয়া ইউনিয়ন দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান বাহারকে অভিযুক্ত করে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা মুঠোফোনে জানান, ঘটনার সত্যতা মেললে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারকে শোকজ করা হয়। চেয়ারম্যান বাহার খেলার বিষয়টি ভুলে গিয়েছেন মর্মে ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য; গত ২ জুন বুধবার বিকেলে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। খেলায় কালিদহ ইউনিয়ন দলকে (১-০) গোলে হারিয়ে শর্শদি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”