শহর প্রতিনিধি :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদ্য ঘোষিত সোনাগাজী উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবীতে বৃহস্পতিবার (১০জুন) বিকেলে ফেনী শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা। মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং শেষে সমাবেশে মিলিত হন মিছিলকারীরা।
মিছিলের অগ্রভাগে ছিলেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পদে বায়োডাটা জমাদানকারী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোজাম্মেল হোসেন মাসুদ. সদস্য সচিব পদে বায়োডাটা জমাদানকারী বক্তারমুন্সী কলেজ ছাত্রদলের সাবেক নেতা আবু সায়েদ সেলিম, সোনাগাজী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পদে বায়োডাটা জমাদানকারী মাঈন উদ্দিন আহম্মেদ. সদস্য সচিব পদে বায়োডাটা জমাদানকারী সাবেক ছাত্রদল নেতা আমির হোসেন সুমন, উপজেলা যুবদলের সাবেক নেতা ওমর ফারুক, মো. নুর করিম ও সাজেদুল ইসলাম নিশান প্রমুখ। মিছিল ও সমাবেশে পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল সমাবেশকারীরা বলেন, ঘোষিত সোনাগাজী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের কমিটিতে তৃণমূলের মতামতকে উপেক্ষা করা হয়েছে এবং দলের জন্য নিবেদিত,ত্যাগী ও রাজপথে সক্রিয় থেকে মামলা-হামলার শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগী ও প্রবাসীদের পদে রেখে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। তাই তারা ঘোষিত উক্ত কমিটি অবিলম্বে বাতিলের দাবী জানান।
উল্লেখ্য, গত সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আবু বকর ছিদ্দিক মারুফকে আহবায়ক ও আবুল মঞ্জুর সবুজকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সোনাগাজী উপজেলা কমিটি ও লোকমান হোসেন নেওয়াজ ভূইয়াকে আহবায়ক ও মো. সালাহ উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সোনাগাজী পৌর কমিটি ঘোষনা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









