বিশেষ প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বদান্যতায় (সদর আসনে) বদলে যাচ্ছে গ্রাম। সুদূর পল্লীতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শহরের আধুনিকতার সঙ্গে তাল মেলাচ্ছে গ্রাম। শহরের সুবিধা পৌঁছে যাচ্ছে গ্রামেও। বদলে গেছে গ্রামীণ জীবন। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর ক্রমশ বদলে যাচ্ছে সবকিছু।
রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসা প্রতিষ্ঠা ও সংস্কারসহ সামাজিক নানা অবকাঠামো উন্নয়নের ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন যেমন হচ্ছে তেমনিভাবে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। বিশিষ্টজনরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের গৃহীত নানা প্রকল্পের কারণেই গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন এসেছে। এ জন্যই শেখ হাসিনার সরকারকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
নিজাম হাজারী এমপির সংসদীয় আসন ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের তুলনায় গত ১২ বছরে বালিগাঁও ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা পরিসংখ্যান বিবেচনায় রেকর্ড।
নিজাম হাজারী এমপির একান্ত আস্থাভাজন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্লিন ইমেজধারী রাজনৈতিক শুসেন চন্দ্র শীলের ঐকান্তিক প্রচেষ্টায় ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের ফলে বিপ্লব ঘটেছে।
শুসেন চন্দ্র শীল বলেন, বালিগাঁওবাসীর জীবনে দেবদূত হয়ে আবির্ভাব হয়েছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। তিনি তাদের প্রতিটি সড়ক পাকা করে দিয়েছেন। দিয়েছেন শতভাগ বিদ্যুৎ। তাদের কাদামাটি মাড়াতে হয় না। বালিগাঁও আজ নান্দনিক গ্রাম, যেখানে থাকছে শহরের সুবিধা। থাকছে স্বাবলম্বী হওয়ার নানা উপায়-উপকরণ।
নিজাম উদ্দিন হাজারী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বালিগাঁওকে উপ-শহর করা হবে। এরপর থেকে ওই ইউনিয়নে সমানতালে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ।
সম্প্রতি ১৬ একর জমিতে নিজের নামে ‘নিজাম উদ্দিন হাজারী কলেজ’ ও মায়ের নামে ‘হোসনে আরা বেগম নূরানী মাদরাসা’ প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন তিনি।
রোববার, ২৭ জুন নিজাম উদ্দিন হাজারী উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে ফুলেল শুভেচ্ছা জানান শুসেন চন্দ্র শীল।
ওই ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে ফেনী সদর উপজেলার সাথে সোনাগাজী উপজেলার মানুষের চলাচলে বিকল্প যোগাযোগ স্থাপনে চরগোপালগাঁও সংযোগ সড়ক এবং দাগনভূঞা উপজেলার সাথে যোগাযোগ স্থাপনে ও মাতুভূঞার সাথে সংযোগ স্থাপনে দুটি ব্রীজ নির্মাণ কাজ চলছে।
এছাড়া সম্প্রতি ২১টি রাস্তা পাকাকরণসহ শতাধিক রাস্তা পাকাকরণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে ফেনী-সোনাগাজী সড়ক সংলগ্ন সুন্দরপুর, সুন্দরপুর থেকে সার্কিট হাউজ পর্যন্ত সড়কটিও ২৪ ফুট প্রশস্ত পাকাকরণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অপরদিকে বালিগাঁও ইউনিয়নের ৬টি উচ্চ বিদ্যালয় ও আফতাববিবি ফাজিল ডিগ্রি মাদরাসায় একটি করে নতুন ভবন নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলেই। বালিগাঁও উচ্চ বিদ্যালয়, সুন্দরপুর এসআর উচ্চ বিদ্যালয় ও ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, জাতির পিতার নামে নামকরণ করে বঙ্গবন্ধু জামে মসজিদ নির্মাণ, সবকটি স্কুলে শহীদ মিনার নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সুন্দরপুরে হাট-বাজার শেড নির্মাণ, আফতাববিবির হাটে ৫ কোটি টাকা ব্যয়ে শেড নির্মাণ, ওই ইউনিয়নে ৩ একর জায়গার ওপর উপজেলা পর্যায়ের প্রস্তাবিত স্টেডিয়াম নির্মাণ কাজসহ বেশকয়েকটি উন্নয়ন কাজ এ যাবৎকালে বড় সাফল্য।
সর্বোপরি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বালিগাঁও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে প্রকল্প গ্রহণ করেছেন সরকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”