শহর প্রতিনিধি :
বিএনপি নেত্রী বিবি রোখসানা আক্তার লিপির সংবাদ সম্মেলনে আংশিক প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।
সরকারী দল ও নিজ দলের ছোট্ট একটি অংশের উদ্দেশ্যে বলেন, মিথ্যা রটনাকারী তার চরিত্রে কালিমা লেপন করে রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টির কলকাঠি নাড়ছে। তারা ব্যক্তির নয় দলেরও চরম ক্ষতি করছেন।
মঙ্গলবার, ২৯ জুন রাতে শহরের একটি অডিটোরিয়ামে তিনি পাল্টা সংবাদ সম্মেলন করেন।
জান্নাতুল ফেরদৌস মিতা লিখিত বক্তব্যে বলেন, মহিলা দল কর্মী ও ফেনী পৌর বিএনপির সদস্য বিবি রোখসানা আক্তার লিপি তাকে জড়িয়ে সাংবাদিক সম্মেলনে ও ভিডিও বার্তা তার দৃষ্টিগোচর হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখা-লেখি হচ্ছে। কিন্তু আজ লিপি সংবাদ সম্মেলনে আমাকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তা সম্পূন্ন মিথ্যা ও বানোয়াট এবং বহুমুখী ষড়যন্ত্রের অংশ। কারন গত কয়েকদিন পূর্বে লিপির ৩৯ মিনিট ৩৭ সেকেন্ডের অডিও বার্তায় আমার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। কাজী নজরুল ইসলাম দুলাল ছাত্রদল নেতা হওয়ায় দলীয় সুবাদে জানাশুনা। একইভাবে লিপিও দলীয় কর্মী হিসেবে তার সাথেও আমার যোগাযোগ। একজন দলীয় কর্মীর ব্যক্তিগত বিষয় জানার কথা নয়। আর কারো প্রেম ঘটিত বিষয় নিয়ে আলোচনা করার তো প্রশ্নই আসে না।
মিতা আরো বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক এবং সামাজিক জীবনে মর্যাদা রক্ষা করে চলি। গত কয়েকদিন একটি কুচক্রী মহল ও স্বার্থান্বেষীরা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে ন্যায়নীতি প্রতিষ্ঠা করার সংগ্রামে অংশ নেয়া। তিনি সর্বাস্থায় ন্যায় প্রতিষ্ঠা হোক এটিই আশা করেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়টি ইতোমধ্যে দলীয় দায়িত্বশীলদের অবহিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনের দারস্থ হওয়ার কথাও জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









