আবু ইউসুফ মিন্টু :
করোনাকালের পরিস্থিতি মোকাবিলায় এবং পরশুরামবাসীকে করোনার সংক্রমন থেকে সুরক্ষিত রাখতে দুই নারী অফিসার চষে বেড়াচ্ছেন দিনের পর দিন। ছুটে চলছেন মানবতার সেবায়।
পরশুরাম সীমান্ত উপজেলা হওয়ায় একটু বেশী ঝুকিপূর্ণ তাই সাধারণ মানুষের সুরক্ষা দিতে ও লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার পিয়াংকা দত্ত দিন রাত মাঠ চষে বেড়াচ্ছেন। সমানতালে বাজার থেকে গ্রামে অবিরাম ছুটে চলছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নাছরিন আকতার। দুজনে নিয়মিত ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে যাচ্ছেন। খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি লোকজনকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করছেন।
উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াঙ্কা দত্ত গত ১৫ দিনের কঠোর লকডাউনে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান জানাচ্ছেন। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন তিনি। পরশুরাম উপজেলার সমস্ত কার্যক্রম মনিটরিং ও কঠোর লকডাউন পরিস্থিতি মাঠে নেমে তত্ত্বাবধায়ন সহ পরিদর্শন করছেন। সার্বক্ষণিক নজর রাখছেন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন কার্যক্রমের উপর। কঠোর লকডাউন চলাকালীন সময়ে বর্ন্যাদূর্গত এলাকা পরিদর্শন, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন নিয়মিত।
এসময় তিনি জরিমানার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছেন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা যায় গত ১৫ দিনে দিনে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১শ ২৫ টি মামলা দিয়েছেন, জরিমানা আদায় করেছেন ৮ হাজার ১ শ ৪০ টাকা, এসময় সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান পাট খোলা রাখা, মাস্ক পরিধান না করায় ১ শ ৭০ জনকে দন্ডিত করেছেন।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আকতার নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তিনি কি পরিমান মামলা ও জরিমানা আদায় করেছেন সে বিষয়ে তথ্য জানতে চাওয়া হলে ভুমি অফিসের অফিস সহকারি আফজাল হোসেন জানান এটা গোপনীয় বিষয় এ বিষয় ফেনীর জেলা প্রশাসক ও এসিল্যান্ডের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে বলে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
প্রিয়াংকা দত্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পরশুরামে যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন অসংখ্য । মানবিক এই কর্মকর্তার স্বভাব-সুলভ যেমন মানবিক, তার বিচার প্রক্রিয়া তেমনই। সরকারি নির্দেশমত সামাজিক দূরত্ব বজায়, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং করাসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় পরশুরাম উপজেলা জুড়ে সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন ইউএনও প্রিয়াংকা দত্ত
ইউএনও প্রিয়াংকা দত্ত জানান, এ এলাকার স্থানীয় জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় অসহায় গরীব দুঃস্থ মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক সহায়তা সঠিক ভাবে পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, যোগদানের পর থেকে করোনাকালে এখন পর্যন্ত সরকারের নির্দেশনা মোতাবেক দিনরাত মাঠে কাজ করে যাচ্ছি সাধারণ মানুষদেরকে সুরক্ষার জন্য।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









