আবু ইউসুফ মিন্টু :
ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়ে পরশুরাম থানার ওসি খালেদ হোসেন আবারও জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। টানা পরপর দুইবার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে চলতি বছরের ৫ জুলাই মু. খালেদ হোসেনকে প্রথমবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
জানা যায় ২৪ বছর পলাতক থাকা আসামীকে খুঁজে বের করে গ্রেফতার আদালতে সপোর্দ করা, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, বিপুল পরিমান মাদকদ্রব্য আটক, বিশেষ অভিযান পরিচালনা, বিভিন্ন মামলা তদন্তপুর্বক নিষ্পত্তি করায় সর্বোচ্চ নম্বর পেয়ে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। খালেদ হোসেন পরপর দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
পরশুরাম থানার ওসি খালেদ হোসেন ১৬ মে যোগদানের পর থেকে মাদক বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেন, চাঞ্চল্যকর একাধিক মামলার রহস্য উদঘাটন, বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, চোরাচালানের অবৈধ মালামাল উদ্বার, একাধিক মাদক ব্যবসায়ীদের কে আটক করতে সক্ষম হন।
বুধবার (৪আগষ্ট) অনুষ্ঠিত অপরাধ সভায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায় জুলাই/২০২১ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল থোয়াই অংপ্রু মারমা, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পরশুরাম থানার ওসি মু.খালেদ হোসেন।
বিশেষ পুরস্কার পেয়েছে সদর থানার ওসি মো নিজাম উদ্দিন, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত আবদুর রহিম সরকার,শ্রেষ্ঠ এসআই সোনাগাজী মডেল থানার মাহবুব আলম সরকার,শ্রেষ্ঠ এএসআই পরশুরাম মডেল থানার এএসআই আবদুল মতিন, রহস্য উদঘাটনের জন্য বিশেষ পুরস্কার পান ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গির দর্জি, ফেনী মডেল থানার এসআই রবিউল ইসলাম, সোনাগাজী মডেল থানার এসআই মাহবুব আলম সরকার।
মাদক উদ্বারের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন ফুলগাজী থানার এএসআই আজগর আলী,জেলা গোয়েন্দা শাখার এসআই নুরুল হক।
ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম শুভেচ্ছা স্মারক এবং সনদ প্রদান করেন। এসময় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ খালেদ হোসেনকে গত ১১ মে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন নবী এক আদেশে পরশুরাম থানায় ওসি হিসেবে নিয়োগ দেন। ১৬ মে খালেদ হোসেন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
পর পর দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয় পরশুরাম মডেল ওসি খালেদ হোসেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









