স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফেনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় গোবিন্দপুর ইয়ং স্টার পরপর দুই সেটে একতা সংসদ মহিপালকে পরাজিত করে জয়লাভ করে।
শুক্রবার, ৬ আগষ্ট বিকেলে শহরের মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
জেলা ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
এসময় অন্যান্যের মাঝে টুর্নামেন্টের স্পন্সর হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মুজিবুল হক রিপন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদারসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত ; টুর্নামেন্টে বিজয়ীদল গোবিন্দপুর ইয়ং স্টারকে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক রিপন নগদ ২০ হাজার টাকা উপহার দেন।
উল্লেখ্য; টুর্ণামেন্টে আটটি দল অংশগ্রহন করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”