স্টাফ রিপোর্টার :
করোনা সংক্রমণ রোধকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রান্তিক পর্যায়ে গণটিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রথম দিনেই ফেনীতে জেলা যুবলীগের সাড়ে ৭০০ নেতাকর্মী নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব।
শনিবার (৭ আগস্ট) সকালে ফেনী পৌরসভার টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এসময় তিনি ফেনী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে যুবলীগের কার্যক্রম পরিদর্শন করেছেন।
রাজীব চৌধুরী বলেন, প্রতি কেন্দ্রে ১০ জন করে স্বেচ্ছাসেবক টিকা দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করছে এবং পাশাপাশি যারা টিকা গ্রহণ করতে আসছে তাদেরকে সহযোগিতা করেছে। তিনি জানান, এছাড়াও জেলাজুড়ে নেতৃস্থানীয়রা এই কার্যক্রম তদারকি করছেন।
তিনি বলেন, ফেনী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছি এবং যুবলীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড পর্যবেক্ষন করেছি। মানুষের সেবায় যুবলীগ কাজ করে যাবেন বলে জানান তিনি।
শনিবার সকালে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে করোনা টিকা গ্রহণ করতে দেখা গেছে। শুরুতে করোনার টিকা নিতে মানুষের যেমনটি অনাগ্রহ দেখা গেছিল কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের টিকা গ্রহণে তার চেয়ে বেশি আগ্রহ ছিল লক্ষ্যনীয়।
জেলা সিভিল সার্জনের দেয়া তথ্যমতে ফেনীতে এ পর্যন্ত করেনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৮ হাজার ৮৯ জন ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩৭ হাজার ৫শ ৯৮ জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









