স্টাফ রিপোর্টার:
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আজ বুধবার তিনজন সাক্ষী উপস্থিত থাকার কথা থাকলেও কেউ উপস্থিত হননি। এ হত্যা মামলায় মোট ৫৯ জন স্বাক্ষীর মধ্যে ইতিমধ্যে ১৮ জন সাক্ষ্য প্রদান করেছেন। আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করা হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে ১০জন আসামীর পক্ষে জামিন প্রার্থনা হরা হয়। বিচারক পরবর্তী ধার্য তারিখে জামিনের বিষয়ে শুনানীর দিন ধার্য করেন।
আদালত সুত্র জানায়, গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ইতিমধ্যে মামলার বাদিসহ মোট ১৮ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেছেন।
ফেনী জজ আদালতের সরকারী কৌঁসুলী (পিপি) হাফেজ আহাম্মদ জানায়, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামীর মধ্যে এ যাবত ৪৫ জন আসামী গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ছয় জন জামিনে রয়েছেন। আজ ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৬ জন আসামীকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ছয় জন আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কারাগারে থাকা তাদেরকে আবারও কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন