আবু ইউসুফ মিন্টু :
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ বেডের করোনা ওয়ার্ডকে নতুন আঙ্গিকে পরিপাটি করে দেওয়ার পর এবার আইসোলেশন ওয়ার্ডও নতুন রূপে পরিপাটি করে দিয়েছেন পরশুরাম পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
চিকিৎসকরা জানান কোভিড রোগীদের চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পারিপার্শ্বিক পরিবেশও গুরত্বপূর্ণ ভুমিকা রাখে।
পরশুরাম হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের সৌন্দর্য ছড়াচ্ছে সর্বত্র। মেয়র সাজেল চৌধুরীর প্রশাংসা হাসপাতালের ডাক্তার,নার্স,রোগী ও দর্শনার্থীসহ সবার মুখে মুখে। ফ্লোর থেকে শুরু করে দরজা, জানালায় অত্যাধুনিক থাই গ্লাস, দৃষ্টিনন্দন সবকিছু হাসপাতালে সৌন্দর্যময় দাঁড়িয়েছে অনন্য উচ্চতায়, রোগী সহ যে করোর চোখ সরবেনা অত্যাধুনিক সব ফিটিংস দেখে।
জেলা পরিষদের সদস্য এম সফিকুল হোসেন মহিম জানান দেখে মনে হবে এটি সরকারি কোন হাসপাতাল নয় বিলাসী মনের রসিক কারোর শোবার ঘর।
সৌন্দর্যবর্ধন কাজে দায়িত্বরত এবং ফ্রী এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন ভাবন জানান
জরাজীর্ণ করোনা ও আইসোলেশন ওয়ার্ডের বর্তমান অবস্থা দেখে যে কারোরই অভিশ্বাশ্য মনে হবে।
হাসপাতালের যে টয়লেটে কেউ যেতে চাইতো না, সে হাসপাতালে লাগিয়েছে হাই কমেড, ট্যাপ, বেসিন, শাওয়ার সহ সব ধরনের অত্যাধুনিক বাথরুম ফিটিংস।
সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও করোনা ইউনিট ও আইসোলেশন ওয়ার্ড স্থাপনের জন্য দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডেকে সৌন্দর্য বর্ধনশীল করার দায়িত্ব নেন সাজেল চৌধুরী। তাঁর ব্যাক্তিগত অর্থায়নে জরাজীর্ণ কেবিন সহ পুরুষ ওয়ার্ডকে ঝকঝকে ও দৃষ্টিনন্দন করে দিয়েছেন।
জানা যায় ২য় তলার দেয়াল রং করা, সব বৈদ্যুতিক লাইন মেরামত করা, বৈদ্যুতিক পাখা, সুইচ, উন্নত মানের দরজা, জানাল্, থাইগ্লাস, ফ্লোরমেড লাগানো হয়েছে। টয়লেটের অত্যাধুনিক সব ফিটিংস লাগানো হয়েছে।
গতবছর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও ১০ বেডের করোনা ইউনিট স্থাপন করা হয়েছে গত বছরের ০৭ জুলাই উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন রোগীরা চিকিৎসার পাশাপাশি মানসিক ভাবে সুস্থ এবং উৎফুল্ল থাকে সেজন্য করোনা ওয়ার্ডকে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









