স্টাফ রিপোর্টার :
পরকীয়া সইতে না পেরে ফেনীতে সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত শিউলী আক্তারকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই দম্পতির দুই সন্তানকে উদ্ধার করা হয়।
রোববার দুপুরে র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামের স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নারায়ণকরা মাদ্রাসা এলাকার ছুট্টু মিয়ার বাড়ি থেকে শিউলী আক্তারকে (২৮) তার দুই শিশুসন্তানসহ গ্রেফতার করা হয়।

ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, দুবাই প্রবাসী মো. সোহেলের স্ত্রী শিউলী আক্তারকে ফেনী র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী তার স্বামীকে হত্যার ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা, জিজ্ঞাসাবাদে শিউলী জানান, সোহেলের পরকীয়া নিয়ে বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। ২০ আগস্ট রাত দেড়টার দিকে কথাকাটির একপর্যায়ে সোহেল শিউলীকে তালাক দেন। শিউলী তালাকের কথা শুনে রান্নাঘর থেকে বঁটি নিয়ে এসে পেছন থেকে তার শরীরে আঘাত করে।
এতে সোহেল মাটিতে লুটে পড়ে। পরে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে সন্তানদের নিয়ে রাতেই ট্রেনে চট্টগ্রাম চলে যান। শনিবার সকালে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি হয়ে চৌদ্দগ্রামের সোনাপুরে চাচার বাড়িতে আশ্রয় নেন।
র্যাব রাতেই তাকে আটক করে। র্যাব তার দেখানো ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহারকৃত বঁটিটিও উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, শুক্রবার পুলিশ ফেনীর সুফি সদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ম্যানশনের ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে দুবাইপ্রবাসী সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার সোহেলের স্ত্রী শিউলী আক্তার তার দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে সোহেলের মা বাদী হয়ে শিউলী আক্তারকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









