আবু ইউসুফ মিন্টু :
করোনার এই মহাসংকটকালে আর্ত-মানবতার সেবায় অনন্য এক ভূমিকা রাখছেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। পৌরএলাকাসহ তিনটি ইউনিয়নের জন্য খোলা হটলাইনের এক কলেই মিলছে করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টসহ মূমুর্ষ রোগীদের ফ্রী এ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সিলিন্ডার সেবা, কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ সব মানবিক বিপর্যয়ের ধরনের মানবিক সেবা।
“মানুষ মানুষের জন্য” এই মূল মন্ত্রটিকে বুকে ধারণ করে মানবতার সেবায় যেন এক উজ্জ্বল নক্ষত্র । করোনা ভাইরাসের সংক্রমনের এই ক্রান্তিলগ্নে কর্মহীন, হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত দুইবছর ধরে চলমান লকডাউনে তীব্র পরিবহন সংকটে মানুষ যখন দিশেহারা করোনা আক্রান্ত ও শ্বাসকষ্ঠজনিত রোগীদের পাশাপামি মূমুর্ষ রোগীদের ফ্রী এ্যাম্বুলেন্সে সেবা দিয়ে নিরাপদে হাসপাতালে পৌছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পৌর মেয়র সাজেল।
সাজেল চৌধুরী ব্যক্তিগত অর্থায়ণে করোনা রোগীসহ সব ধরনের মুমুর্ষ রোগীদের হাসপাতালে পৌছে দিতে প্রস্তুুত রেখেছেন দুটি এ্যাম্বুলেন্স দুটি মাইক্রোবাসসহ প্রায় দুইশতাধিক অক্সিজেন সিলিন্ডার।
উপজেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা ভাবন ও আহাদের নেতৃত্বে ২০সদস্যের একটি সেচ্চাসেবক টিম দিনরাত কাজ করে যাচ্ছেন মানবতার সেবায়। করোনার এই দুঃসময়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে ভাবন ও আহতরা দলীয় পরিচয়েকে ছাপিয়ে বনে গেছেন মানবিক হিরো।
মেয়র সাজেল চৌধুরীর শুধু এ্যাম্বুলেন্স সেবা নয় করোনায় শ্বাসকষ্ট রোগীদের অক্সিজেন সিলিন্ডার হাসপাতাল ও বাড়ীতে পৌছে দেয়ার পাশাপাশি কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের রাতের আঁধারে ঘরে ঘরে খাবার পৌছে দিয়ে মানবতার সেবায় মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
মানবিক কাজের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন ভাবন জানান মেয়রের নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আর্ত-মানবতার সেবায় সব সময়ই অনুকরণীয় আদর্শের নাম সাজেল চৌধুরী। করোনার প্রার্দুভাবে পরশুরামে গৃহবন্ধি গরীব অসহায় মানুষের মাঝে তার ত্রাণ সামগ্রী বিতরণের ভূমিকা অবিস্মরণীয় থাকবে।
করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় মাঠ চষে বেড়াচ্ছেন যারা তাদের মধ্যে অন্যতম আবদুল আহাদ চৌধুরী জানান অসংখ্য মানুষকে ফ্রী এ্যাম্বুলেন্স সেবা, কয়েক হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়া, হাসপাতাল ও বাড়ীতে অগনিত করোনা রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দেয়া পরশুরামবাসীর জন্য আস্তা ও ভরসার নাম সাজেল চৌধুরী।
সাজেল চৌধুরী বলেন, নিজের প্রচার প্রচারনা করার জন্য কিংবা সমাজে নিজেকে উন্মোচন করার জন্য নয়। আমি চেষ্টা করছি এ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত করে মানুষের সেবা করতে পারি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









