শহর প্রতিনিধি :
ফেনীতে পরকীয়া প্রেমের জেরে হত্যাকান্ডের ঘটনায় রেশ কাটতে না কাটতে আরেকটি পরকীয়ার ঘটনায় ভাঙ্গতে বসেছে প্রবাসী ও ইবনে হাসমান হাসপাতালে এমডি আনোয়ার হোসেনের পরিবার। এতে ফেনীতে আরেকটি ঘটনার সৃষ্টি হয়েছে। বিয়ের ঘটনাটি জানাজানি হলে হারাতে বসেছে এমডি আনোয়ার তার হাসপাতালের পদ-পদবি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেপুর গ্রামের ভূইয়া বাড়ীর মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন সৌদি প্রবাসী থেকে দেশে ফিরে আসে। ২৫ লক্ষ টাকা দিয়ে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ইবনে হাসমান হাসপাতালের অর্ধেক অংশ কিনে নেন গত ছয় মাস পূর্বে। এর সাথে দায়িত্ব বুঝে নেন এমডি আনোয়ার হোসেন।
এরপর থেকে হাসপাতালের নিয়মিত অফিস শুরু করেন আনোয়ার। অফিস চলাকালে তার নজর পড়ে হাসপাতালে নার্স ও আয়ার দিকে। একের পর এক অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধে। একপর্যায়ে কাকলী (ছদ্ম নাম) নামের এক নার্সের পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এমডি আনোয়ার। খবর পেলে তার পরিবারে শুরু হয় অশান্তি।
এ নিয়ে হাসপাতালে নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে জানাজানি হলে হাসপাতালের চেয়ারম্যান জসিম উদ্দিন এমডি আনোয়ারকে বেশ কয়েকবার সতর্ক করা হয়। এমডি আনোয়ার পরক্রিয়া প্রেমে আসক্তি হয়ে শেষ পর্যন্ত গত এক মাস পূর্বে নার্স শিউলি কে বিয়ে করে পুলিশ কোয়ার্টারে একটি ভাড়া বাসায় উঠেন। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালের চেয়ারম্যান জসিম উদ্দিন হাসপাতালে বদনাম ঘুছাতে আনোয়ারের বিনিয়োগকৃত টাকা তাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
হাসপাতালের চেয়ারম্যান জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান। এ ঘটনায় হাসপাতালের অনেক বদনাম হয়েছে। তবে বিয়ে করাটা তার ব্যক্তিগত ব্যাপার এনিয়ে আমার কিছু করার নেই।
উল্লেখ্য; কাকলী (ছদ্ম নাম) পার্বত্য চট্টগ্রামের রামগড় উপজেলার বাসিন্দা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









