স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের পাঠদানে ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন বুধবার ১০ম শ্রেণির ৭-৮জন ছাত্রকে ঠুনকো অজুহাতে বেদম প্রহার করেছে।
সূত্র জানায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিনসহ বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক পাঠদানে অমনোযোগী ও শ্রেণিকক্ষে ফাঁকিবাজি করে এবং সঠিক সময়ে বিদ্যালয়ে আগমণ ও প্রস্থান না করার প্রতিবাদ করায় শিক্ষকরা ক্ষুব্ধ হয়। এছাড়া ক্লাস চলাকালীন মোবাইলে ফোন আসলে শিক্ষকরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যান। এর অংশ হিসেবে শিক্ষকরা ক্লাসে প্রতিবাদকারী শিক্ষার্থীদের নিয়মিত বকাঝকা করত। গত বুধবার ঠুনকো অজুহাতে ১০ম শ্রেণির মুতাসিম পিয়াদ, নিহাল, শিবলু, আকাশ, শুভ, আসিফ, শাহাদাত, চন্দনসহ ৯-১০ জন ছাত্রদেরকে শ্রেণিকক্ষে দাঁড় করিয়ে প্রচন্ড বেত্রাঘাত করে। এতে তাদের শরীরের হাত, পিঠ, কোমরসহ বিভিন্ন অংশে বেতের আঘাতে ফেটে যায় ও রক্তাক্ত জখম হয়। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
ওই বিদ্যালয়ের অভিভাবক আহমেদ জামিল ফারুক বাচ্চু জানান, সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন ঠুনকো অজুহাতে শিক্ষার্থীদের বেদম প্রহার করে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়।
মুঠোফোনে ছাত্রদের বেত্রাঘাত করার কারণ জানতে চাইলে শিক্ষক মহিউদ্দিন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আমির হোসেন ছাত্রদের বেত দিয়ে পিটানোর সত্যতা স্বীকার করে বলেন, এরা ঠিকমত স্কুলে না আসায় তাদেরকে শাসন করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”