স্টাফ রিপোর্টার :
ফেনীর ফুলগাজী উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত ৪ গ্রামের পানি বৃহস্পতিবার দুপুর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার রাতে পাহাড়ি ঢলের পানির চাপে মুহুরী নদীর বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়। পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, পশ্চিম ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ফুলগাজীতে মুহুরী নদীর পানি বৃহস্পতিবার সকালে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু দুপুরে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে দুপুরের পর পানি ধীরে ধীরে নামতে শুরু করে। গ্রামের পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। উজানে বৃষ্টি না হলে ও পাহাড়ি ঢলের পানির চাপ না থাকলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।
এর আগে বুধবার উপজেলার জয়পুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২২ মিটার অংশ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করে। ফলে ৪ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের রোপা আমনের ক্ষেত, মৎস্য ঘের ও রাস্তাঘাট।
এদিকে বৃহস্পতিবার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করেন।
পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, পশ্চিম ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়।
এদিকে সরেজমিনে দেখা যায়, ফুলগাজী সদর
ইউনিয়নের জয়পুর এলাকায় মুহুরী নদীর বাঁধের পূর্বের ভাঙ্গন স্থান মেরামত না হওয়ায় আবার পুনরায় ভেঙ্গে যায়।

এলাকাবাসী জানায়, গত মাসের প্রথম
দিকে এস্থানে ভাঙন দেখা দেয়। এখানে পানি উন্নয়ন বোর্ডের মনোনিত ঠিকাদারের মাধ্যমে নদীর ভাঙন স্থান মেরামতের কাজ চলছিল অনেক দিন যাবত।
কিন্তু তারা বাঁধের মেরামত কাজ সম্পন্ন করতে পারেনি। বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা বাঁধ মেরামতের কাজ করেছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি।
ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
নুরুল ইসলাম বলেন, ফেনীতে গত কয়েকদিন
যাবত কোন বৃষ্টি নেই। কিন্তু আকস্মিক মুহুরী নদীতে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ফুলগাজী সদর ইউনিয়নের ৪টি গ্রাম প্লাবিত হয়। ফসলের মাঠজুড়ে মানুষের রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে, পানিবন্দি রয়েছে অনেক পরিবার।
তিনি বলেন, প্রতি বছর বন্যায় এ এলাকার মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু নদীর ভাঙ্গাবাঁধ সংস্কারে সঠিক তদারকি করে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড ও তাদের গৃহপালিত ঠিকাদারদের দায়সারা কাজের কারনে প্রতিবছর বর্ষামৌসুমে নদীর বাঁধ পুনরায় ভেঙ্গে যায়। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার সরকারকে। তিনি শুক্রবার সকালে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, মুহুরী নদীর একটি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের ৪ টি গ্রাম প্লাবিত হয়েছে।
উল্লেখ্য; এর আগে গত ১ জুলাই টানা বর্ষণ ও উজানের পাহাড়ি পানি চাপে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ওই গ্রামগুলো প্লাবিত হয়েছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









