সুরঞ্জিত নাগ :
ছেলেবেলায় ‘এইম ইন লাইফ’ রচনায় কেউ লেখে—ডাক্তার হতে চাই, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউবা বিজ্ঞানী। কিন্তু কেউ বলে না কবি, লেখক, গবেষক, সাহিত্যিক ও আবৃত্তিকার কিংবা শিল্পী হবো।
আজ ফেসবুক-ইউটিউবের যুগেতো আরো দুর্বোধ্য, এ প্রজন্ম কি এসব হতে চায়? জরিপ চালিয়ে দেখা যেতে পারে তারা এখন টিকটকার, ইউটিউবার, ফেসবুক সেলিব্রেটি হতেই বেশি আগ্রহী!
‘এইম ইন লাইফ’ সবার লাইফেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেবেলাতেই লক্ষ্য ঠিক করে নিতে হয়। তারপর সেভাবে এগোতে হয় ধাপে ধাপে। নয়তো বড়বেলায় এসে প্রতি কদমে হোঁচট খেতে হয়। হতে হয় পরিবারের গলার ফাঁস!
নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতায় বলেছেন-
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর।
এই প্রজন্ম এখন বোধ হয় আর ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী—এসব হতে চায় না। তারা আরও এক ধাপ এগিয়ে গেছে।
এখন তো ছেলে-বুড়ো সবার হাতে হাতে স্মার্টফোন! যার প্রয়োজন সে-ও ব্যবহার করছে, যার প্রয়োজন নেই সে-ও ব্যবহার করছে। অথবা বলা চলে স্মার্টফোনই ব্যবহার করছে আমাদের! কে যে কাকে ব্যবহার করছে, বোঝা মুশকিল!

ফিরে আসি মূল কথায়- তবে আশার কথা হলো একবিংশ শতাব্দীতে এসে মফস্বল শহর ফেনীতে লেখালেখি নিয়ে কর্মশালার আয়োজন করা। এ দু:সাহস দেখিয়েছে সৃজনমুখর পথচলার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ‘বলপয়েন্ট’ নামে সংগঠনের প্রথম বর্ষপূর্তিতে। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। বলপয়েন্টের প্রধান সমন্বয়ক কবি ও সংগঠক ইকবাল আলম ও কবি-সাংবাদিক বন্ধু শাবিহ মাহমুদের দূরদর্শিতা ও চিন্তা-চেতনা থেকে যে ফেনীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নবীন ও প্রবীণ লেখকদের মাঝে যে মেলবন্ধন সৃষ্টি করেছে তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।
ফেনীর রাজাঝির দীঘির পাড়ে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারসহ তার আশপাশ কর্মশালা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের ফলে ভিন্ন এক স্বাদে মুখরিত ছিল ছুটির দিনে।
কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব ও ইমরান মাহফুজের সাহিত্য ও লেখালেখি নিয়ে আলোচনা অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব ভাবুক মনে গভীর নিভৃত অন্তরালে ঘাপটি মেরে থাকা আমিটাকে জাগিয়ে তোলা। তা শুধু হৃদয় দিয়েই অনুভব করা যায়।
এ আয়োজন গৎবাঁধা ধারণা থেকে বের হয়ে এসে তরুণদের আরও উৎসাহী হতে শেখাবে। নিজেদের আগ্রহ, উদ্যম ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একজন সফল মানুষ হতে শেখাবে।
আমি মনে করি নিমগ্ন হোন, ঘটবে আপনার অন্তর্জাগরণ। বিশাল সমুদ্রের গভীরে ডুব দিয়ে যেমন মুক্তো তুলে আনে ডুবুরি, মানুষের মনোজগৎও তা-ই। তেমনই এক কূলকিনারাহীন অনন্ত রহস্যময় পৃথিবী। ধ্যান সেই রহস্যদেশে ডুব দিতে শেখায়। দুর্লভ মণিমুক্তাের মতো সে-ও আবিষ্কার করে তার সম্ভাবনা, তার সৃজনশীলতা আর সুপ্ত গুণাবলি। নিমগ্ন মুহূর্তে সে খুঁজে পায় তার সত্যিকারের লক্ষ্য আর আসল পথ। তাই ডুব দিন নিজের ভেতর। নিমগ্ন হোন। ঘটবে আপনার আত্মশক্তির জাগরণ।
যেনতেন পথে লক্ষ্যপূরণ করলে বিরাট ঝামেলা! লক্ষ্য পূরণের জন্য চাই সঠিক পথ। চাই সঠিক পদক্ষেপ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









