স্টাফ রিপোর্টার :
ফেনীতে অচিরেই পিসিআর ল্যাব স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। একটি পিসিআর ল্যাব স্থাপনের গুরুত্ব অনুধাবন করে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এ উদ্যোগ নেন। এর ফলশ্রুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হয়েছে। এ উদ্যোগের জন্য ফেনীর বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
সুত্র জানায়, কোভিড-১৯ মহামারী থেকে দেশের প্রান্তিক মানুষকে বাঁচাতে সরকার ফেনী ট্রমা সেন্টারে একটি পিসিআর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয়। এর আনুসঙ্গিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ‘বায়োসেফটি লেভেল টু’ বসাতে স্থাপনা তৈরির কাজ মঙ্গলবার থেকে শুরু করবে গণপূর্ত বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যন্ত্রাংশ বসানো ও প্রয়োজনীয় জনবল পেলেই আরটি-পিসিআর ল্যাব চালু করা হবে। আশা করি আগামী দুই মাসের মধ্যে করোনা নমুনা পরীক্ষার কাজ শুরু করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল এবং উপজেলা
স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোভিডের নমুনা সংগ্রহ করা হয়। উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহ
করে ইতোপূর্বে পাঠানো হতো চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে নোয়াখালী আবদুল
মালেক মেডিকেল কলেজ ল্যাবে। সেখান থেকে পরীক্ষা নিশ্চিত হয়ে ফলাফল পেতে সর্বনিম্ন দুদিন এবং সর্বোচ্চ এক সপ্তাহ লেগে যায়। করোনার উচ্চ ঝুঁকি কমাতে ফেনী জেলায় ল্যাব স্থাপিত হলে ফেনী
চাহিদা মিটিয়ে আশপাশের জেলার রোগীদের করোনা নমুনা পরীক্ষার সেবা পাবে। এছাড়া বিদেশগামী ও প্রবাসীরা ফেনীতে বসেই করোনা নমুনা পরীক্ষার ফলাফল এক দিনের মধ্যেই হাতে পাবে। তবে এখানে করোনার কোন প্রকার নমুনা সংগ্রহ করা হবে না। শুধুমাত্র বিভিন্ন স্থানে সরকারিভাবে সংগৃহীত নমুনাগুলো এ ল্যাবে এনে পরীক্ষা করা হবে।
সোমবার (৩০ আগস্ট) নিজাম উদ্দিন হাজারী এমপি আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য ফেনী ট্রমা সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সিভিল সার্জন ডা. রফিক-উস সালেহীন, গণপূর্ত ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আন্দালিব, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাউসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম আর মাসুদ রানা, ফেনী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. রিপন নাথ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় সোমবার পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১০
হাজার ১০৮জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ হাজার ৫৬৮ জন। মোট শনাক্ত রোগীর দুই-তৃতীয়াংশ বেড়েছে তিন মাসে। বর্তমানে কোয়ারেন্টিন, আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন কভিড রোগীর সংখ্যা প্রায় ১ হাজার ৩৭৬জন। এর মধ্যে শুধু হাসপাতালে ভর্তি ৬২ জন। মারা গেছে ১৩৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৬১ শতাংশ।
পিসিআর ল্যাব স্থাপনের কথা জানিয়ে সিভিল সার্জন বলেন, এটা খুব জরুরি। বিভিন্ন সময় আমাদের নমুনা পেইন্ডিং পড়ে থাকে। তবে আশার কথা হচ্ছে ফেনীতে পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই পিসিআর ল্যাব স্থাপিত হলে ফেনীর মানুষ সহজেই করোনা নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”