স্টাফ রিপোর্টার :
কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১১ কোটি ২০ লাখ ৯ হাজার ৩শ ৭২ টাকা ব্যয়ে সাততলা ভিত বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
রোববার (১২ সেপ্টেম্বর) কলেজ কম্পাউন্ড এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলাম, ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রকৌশলী, প্রকল্প সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সারাদেশে কারিগরি শিক্ষার প্রসারে ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমান সরকারের এ উদ্যোগ জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর প্রত্যেক ছেলেমেয়ে যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে পারে এবং মা-বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পারে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ফেনীতে শিক্ষা প্রসারে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। একমাত্র আওয়ামী লীগ সরকার ৭৫’ পরবর্তী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মকে হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এর ফলে দেশের বেকারত্ব হ্রাস পাবে। শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আধুনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওয়ার্কসপ, শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন, অধ্যক্ষের কক্ষ, মানসম্মত লাইব্রেরি, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা কমনরুম ও স্যানেটারী ব্যবস্থা থাকবে। এছাড়াও ভবনের উপরতলায় একটি হলরুম নির্মাণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









