স্টাফ রিপোর্টার :
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বিদেশ ফেরত কর্মী ও আদিবাসী শিক্ষার্থী অন্তভূক্তিকরনের উপর কর্মশালা ও সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়ত কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোসাদ্দেকুল বারী।
ইন্টারন্যাশনাল লেবার র্অগানাইজেশন (আইএলও) এর স্কিলস-২১ প্রজেক্টের আওতায় ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল টেকনোলজি, ম্যাকানিকাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি ও আকিটেকচার এন্ড ইন্টিরিয়র ডিজাইন টেকনোলজি এবং র্শট র্কোস (গ্রাফিক ডিজাইন,ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, ওয়েলডিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং) অকুপেশন গুলোতে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বিদেশ ফেরত কর্মী ও আদিবাসী শিক্ষার্থী অন্তভূক্তিকরনের উপর আয়োজিত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উইকেন) এর প্রোগ্রাম কোর্ডিনেটর মো. মুবিনুর রহমান।
ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জি.এম. তাজ উদ্দিন ও স্কিলস-২১ প্রজেক্টের ফেনীর প্রোগ্রাম কোর্ডিনেটর সামিয়া মাহবিনের সঞ্চালনায় কর্মশালায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আইএলও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আনিসুজ্জামান।
কর্মশালা ও সামাজিক সংলাপে অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফেনী প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ফেনী জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফকির আহম্মেদ ফয়েজ, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফেনী সিটি গালস স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপল এম মামুনুর রশিদ, শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক শ ফিউল আলম নুর।
বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, সোসাইটি অব রেঁনেসা বাংলাদেশের মাইক্রোফাইনেন্স ডাইরেক্টর মো. নাজমুল হক, বন্ধুর বন্ধন ফেনী জেলা শাখার সভাপতি শাফায়েত উল্যাহ, অভিভাবক প্রতিনিধি মো. লোকমান আলী, স্মৃতি ফাউন্ডেশনের মর্জিনা আক্তার, এনজিও কর্মী তন্বী সোম, নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত শশি প্রমুখ।
কর্মশালা ও সামাজিক সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









