* প্রতিমা নিরঞ্জনে থাকছে না শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার :
করোনাকালের কঠিন সময়েও শরতের বাতাসে বেজে চলেছে মায়ের আগমনী সুর। কাশফুল আর
শিউলি ফোটা শরতের প্রথম থেকেই দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয় মন্দির ও মন্ডপগুলোতে। এবার
ফেনীতে নতুন করে পাঁচটি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুর্গাপূজাকে ঘিরে এক প্রস্তুতি সভায় এ তথ্য
জানানো হয়। ইতোমধ্যে পূজা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত
হয়।
সভায় জানানো হয়, করোনা সংক্রমণরোধে শারদীয় দুর্গাপূজায় এবারের আয়োজনেও সীমাবদ্ধ
রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। কেন্দ্রীয় সিদ্ধান্তমতে ১৮টি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে, প্রতিমা নির্মাণসহ সাত্তিক পরিবেশ নিশ্চিত করা ও প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা পরিহার করে জেলায় ১শ ৪৩টি পূজামন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফেনী পৌর এলাকায় ১১টি, সদর উপজেলায় ৪৬টি, সোনাগাজী উপজেলায় ২৩টি, দাগনভূঞা উপজেলায় ১৮টি, ছাগলনাইয়া উপজেলায় ৫টি, ফুলগাজী উপজেলায় ৩৩টি ও পরশুরাম উপজেলায় ৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তাছাড়া নতুন পূজামন্ডপগুলো হলো- পরশুরামের অনন্তপুরে শ্রী শ্রী হরিঠাকুর মন্দির পূজামন্ডপ, সোনাগাজীর দক্ষিণ পূর্বচরচান্দিয়ায় বাঁশি মাঝি বাড়ি পূজামন্ডপ, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে পোদ্দারবাড়ি পূজামন্ডপ, একই গ্রামের যপনাম কালী মন্দির পূজামন্ডপ ও ফতেহপুর গ্রামের মুরালীমোহন নাথ বাড়ি পূজামন্ডপ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। আর তাই দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন
মৃৎশিল্পীরা।
পূজা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই মা দুর্গাকে তুলতে হবে মন্ডপে। সেজন্য মৃৎশিল্পীরা রাত-দিন
একাকার করে করছেন প্রতিমা তৈরির কাজ। এখন প্রতিমার কাঠামোর মাটির কাজ চলছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জা।
ফেনীর বাঁশাপাড়া, তুলাড়িয়া বাণীপানি ক্লাব, জয়কালী মন্দির, দক্ষিণ সহদেবপুর ও সুলতানপুর
শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে প্রতি বছরই জাঁকজমক করে উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব।
এবারো পূর্ণোদ্যমে চলছে প্রস্তুতি। ফেনীর জগন্নাথ বাড়ি, গুরুচক্র মন্দির, উত্তর সহদেবপুর কালী
মন্দির, মধুপুর সাহাবাড়ি, বারাহীপুর মজুমদার বাড়ি, তুলাবাড়িয়া স্কুল প্রাঙ্গন, ধর্মপুর বণিক
বাড়িতেও পূজার জন্য চলছে প্রতিমা তৈরির কাজ। ভক্তকুলের অপেক্ষা এখন মা দুর্গার আবাহনের।
পঞ্জিকামতে, ২০২১ সালের শারদোৎসব শুরু হবে ১১ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর মহালয়ায় শুরু হবে দেবী পক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী। এবার দুর্গাদেবী আসবে ঘোটকে চড়ে আর যাবে দোলায়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, ‘আবহমান কাল ধরে বাঙ্গালি শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা করে আসছে।’ আর ফেনীতে নিজাম উদ্দিন হাজারী এমপির সহাবস্থানের রাজনীতি ও সঠিক নেতৃত্বের ফলে সবধর্মের মানুষ নিরাপদভাবে বসবাস করছে। এর ফলে দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সার্বজনীন সামাজিক উৎসবেও পরিণত হয়েছে। এবারও এর ব্যত্যয় হবে না।
তিনি বলেন, করোনা সংক্রমণ এড়াতে আতশবাজি, আলোকসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসমাগম পরিহার করতে হবে। এখাতে ব্যবহারকৃত সাশ্রয়ী অর্থ তিনি গরীবের সাহায্যে প্রদান করতে অনুরোধ জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









