সংবাদদাতা :
ফেনী পৌরসভার ঐতিহ্যবাহী বিরিঞ্চি সুফিয়া ঈদগাহ কার্যকরী কমিটি গঠন। ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ জয়নাল আবদীন লিটন হাজারীকে উপদেষ্টা প্রধান মুজিবুর রহমান ভূঞাকে সভাপতি, মোহাম্মদ রফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও ইউছুপ করীম ভূঞাকে সাধারণ সম্পাদক করে ঐতিহ্যবাহী বিরিঞ্চি সুফিয়া ঈদগাহের ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে আরো যারা আছেন তারা হলেন, সহ-সভাপতি- মঞ্জুরে মাওলা দুলাল, সহ-সভাপতি-আকবর হোসেন,
যুগ্ম সাধা-সম্পাদক-গাজী মোঃ আবুল আলম, যুগ্ম সাধাঃ সম্পাদক-আব্দুল কাইয়ুম সোহাগ, অর্থ সম্পাদক-মাওঃ খুরশীদ আলম, প্রচার সম্পাদক-মোঃ আবুল কাসেম।
এছাড়া নির্বাহী সদস্য হিসাবে যারা আছেন তারা হলেন,
১। জাহাঙ্গীর আলম খোকা (হাজারী বাড়ি), ২। সহিদুল্লাহ হাজারী (দাঁনিজ ভূঞা বাড়ী), ৩। খুরশীদ আলম (নুর আহাম্মদ ইন্সপেক্টর বাড়ী), ৪। গোলাম রাব্বানী দুলাল (বড় বাড়ী), ৫। নুরুল ইসলাম (মিজি বাড়ী), ৬। মোঃ আজিম (ফচি ফকির বাড়ী), ৭। আবুল কালাম ভূঞা কামাল (মধ্যম বিরিঞ্চি ভূঞা বাড়ী), ৮। জাহাঙ্গীর আলম (আব্দুল হক খোন্দকার বাড়ী), ৯। আমান উল্ল্যহ (মাদ্রাসা বাড়ী), ১০। সফিকুর রহমান (ইলিয়াস মেম্বার বাড়ী), ১১। আব্দুস সাত্তার (সাত্তার মিয়ার বাড়ী), ১২। এড. সিরাজুল ইসলাম (জমাদার বাড়ী), ১৩। এড. জাহেদ হোসেন, ১৪। রিয়াদ উদ্দিন (হোসেন হাজি বাড়ী), ১৫। আব্দুল মান্নান (দুদু মিয়ার বাড়ী), ১৬। আরিফুল ইসলাম (করিম হাজরী বাড়ী), ১৭। সহিদুল ইসলাম (খলিফা বাড়ী), ১৮। আরমান বাবু ( খন্দকার বাড়ী), ১৯। ইকবাল হোসেন (কামরুল ম্যানসন), ২০। মফিজুর রহমান (ঈদগাহ), ২১। আমজাদ হোসেন (কবিরাজ বাড়ী), ২২। ডাঃ ঈদুল হক গোলাপ (জমাদার বাড়ী), ২৩। এনামুল হক (দাঁনিজ ভূঞা বাড়ী), ২৪। মহিউদ্দীন ভূঞা (এছাক ভূঞা বাড়ী), ২৫। মুরশিদ আলম (আরব মিয়াজী বাড়ী), ২৬। শরিফ উদ্দিন (কবিরাজ বাড়ী), ২৭। নাছির উদ্দিন মজুমদার (ঈদগাহ), ২৮। দেলোয়ার হোসেন দেলু (মফিজ মেম্বার বাড়ী।
কমিটির অন্য উপদেষ্টাবৃন্দ হলেন, মাইন উদ্দিন কামরান, আবুল কালাম নান্টু, তোফাজ্জল হোসেন চুট্টু, সামছুল হক ভূঞা, (চেয়ারম্যান),
মশিউর রহমান ভূঁঞা মাছুম, দেলোয়ার হোসেন বাবুল, কামাল উদ্দিন মিন্টু, সাহাবউদ্দীন তসলিম, কাউন্সিলর ৪ নং ওয়ার্ড, মোসাম্মৎ জেসমিন, কাউন্সিলর, ৪,৫,৬ নং ওয়ার্ড, মাওঃ নুর করিম বেলালী, এড. আহসান কবির বেঙ্গল, ইঞ্জিঃ নুরুল আফসার, লকিয়ৎ উল্ল্যাহ ভূঞা, হারুন অর রশিদ চৌধুরী, রবিউল হক রবি (সাংবাদিক ), কাজি জিয়াউল হক শাহজাহান, জাপর আহাং ভূঞা, শওকত হোসেন রতন, আবু তাহের (সোনাপুর ব্রিকস) মাহবুবুল হক মাদু (প্রমুখ)
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ফেনী পৌরসভার মেয়র-২ এর কার্যলয়ে এডহক কমিটির বৈঠকে কমিটি অনুমোদন হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









