সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রফিকুল ইসলাম খোকন (নৌকা) প্রতীকে ৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবু নাছের (মোবাইল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট। মোট ৪৩.২ শতাংশ ভোট কাস্টিং হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এ এম জহিরুল হায়াত এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপিবিহীন নিরুত্তাপ ভোটের মাঠেও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবু নাছের (মোবাইল) অভিযোগ করেন ভোটাররা বুথে ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ দিলেও ভোট প্রদান করেছেন সরকারি দলের এজেন্ট ও নেতাকর্মীরা। কেন্দ্রে সরকার সমর্থিত নেতাকর্মী ছাড়া অন্য প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ হিজবুল্লাহ ও একই অভিযোগ করেন। এছাড়া ভোট কেন্দ্রে সরকার দলীয় নেতাকর্মীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
সোমবার (২০ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারই প্রথমবারের মতো সোনাগাজী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর তিনস্তরের নিরাপত্তার মধ্য দিয়ে সোনাগাজী পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। সোনাগাজী পৌরসভার ভোট কেন্দ্রে ৪শ৬৬ জন পুলিশ দায়িত্ব পালন করছেন । এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ৩ জন, সহকারী পুলিশ সুপার ২ জন, ইন্সপেক্টর ২৩ জন, এসআই ৫৯ জন, এ এসআই ৬৫ জন, নায়েক ১৮ ও কনস্টেবল ২শ৮৫ জন। প্রতি কেন্দ্রে এসআই নেতৃত্বে ১০ জন করে পুলিশ ছিল। ইন্সপেক্টরের নেতৃত্বে ৯টি মোবাইল টিম ও ইন্সপেক্টর নেতৃত্বে ৫ টি স্ট্রাইকিং ফোর্স মাঠে ছিল। এছাড়াও ৪ প্লাটুন বিজিবি ছিলেন । কেন্দ্রের নিরাপত্তায় প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ ২০ জন দায়িত্ব পালন করেছেন ।
নির্বাচন চলাকালীন সময়ে পৌরসভার ৩নং ওয়ার্ডে একমাত্র বিএনপি প্রার্থী ইমাম ভূঁঞা ও সরকার দলীয় প্রার্থী সোহেলের প্রার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়া কোথায়ও উল্লেখযোগ্য কোন সংঘাত সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন