স্টাফ রিপোর্টার :
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের মালা শুসেনের গলায়। ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে শুসেন চন্দ্র শীলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আর কোনো প্রার্থী না থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী।
তিনি সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী তাঁর কার্যালয়ে শুসেন চন্দ্র শীলকে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী ঘোষনা করেন।
উপ-নির্বাচনে শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একমাত্র প্রার্থী ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন একমাত্র শুসেন চন্দ্র শীল দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তার নিকট তাঁর মনোনয়পত্র জমা দেন।
পরদিন ১৪ সেপ্টেম্বর মনোনয়পত্র যাচাই বাছাইকালে তার মনোনয়নপত্র সঠিক পাওয়া যায় ও বৈধ ঘোষনা করা হয়।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রোববার বিকেলে একক প্রার্থী শুসেন চন্দ্র শীলকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, মনোনয়ন যাচাই বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর শুসেন চন্দ্র শীলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত; গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান মারা যান। ফলে উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয় উল্লাস ও সমাবেশ :
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রোববার বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় উল্লাস করেন।
ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ফেনী পৌরসভার চত্বর ও ফেনী কলেজ মাঠে জড়ো হয়। তারা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হওয়ায় শহরে উল্লাস করেন এবং ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মাষ্টার পাড়ার বাড়ীর সামনে এক সমাবেশের আয়োজন করে। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল সাংসদের হাতে ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান। সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও উপজেলা চেয়ারম্যান পরস্পরের সহযোগীতায় ফেনীর উন্নয়নের এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৩ আগস্ট সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









