শহর প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই বর্ধিত সভাকে কেন্দ্র করে জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে শহরের প্রধান প্রধান সড়কে সাটানো হয়েছে ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড। রাতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেনীতে এসে পৌঁছেছেন।
জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
ফেনী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। এছাড়াও বক্তব্য রাখবেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেনী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া জানান বর্ধিত সভায় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে পৌর যুবলীগের ২/৩ হাজার নেতাকর্মী।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী জানান, মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দলীয় কোন কর্মসূচি না থাকায় ঝিমিয়ে পড়েছিল সংগঠনের নেতাকর্মীরা। জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আবার নতুন উদ্যমে উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা।
তিনি বলেন বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বর্ধিত সভা উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









