স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোন অসৎ টাকা তিনি উপার্জন করেননি। শুধু তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি জীবিকা নির্বাহ ও দলের জন্য ব্যয় করেন। অবৈধ উপায়ে কোন টাকা তিনি কখনো স্পর্শ করেননি ও করবেনও না। উপজেলা পরিষদের চেয়ার একটি পবিত্র স্থান। এই চেয়ারেরও পবিত্রতা রক্ষা করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি বলেন, সদর উপজেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত। সরকারি যে কোন সুযোগ-সুবিধা সমভাবে বন্টন করা হবে। জনগণের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নীতি নৈতিকতা বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকব।

২২ সেপ্টেম্বর, বুধবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুড গার্ডেন চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে ফেনী পৌর পূজা পরিষদের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালে কঠিন সময়ের মধ্যে সরকারি বিধি নিষেধ মেনে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য স্থানের মতো ফেনী পৌর এলাকায়ও ১১টি পূজামন্ডপে করোনা সংক্রমণ এড়াতে আতশবাজি, আলোকসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসমাগম পরিহার করতে হবে।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাস্টার হীরালাল চক্রবর্তী, সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অনিল নাথ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র-৩ মঞ্জু রাণী দেবী, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অনিল বণিক, শান্তি চৌধুরী, যুগ্ম সম্পাদক লিটন সাহা, বিপুল শর্মা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী, পৌর পুজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ, ৩নং ওয়ার্ড পূজা পরিষদের সভাপতি শুকদেব নাথ ও ৫নং ওয়ার্ড পূজা পরিষদের সভাপতি গোপাল দাস।
এর আগে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফেনী পৌর পূজা পরিষদ ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









