শহর প্রতিনিধি :
ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে “বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে” একাত্মতা প্রকাশ করে জলবায়ুর ন্যায্য দাবীতে ধর্মঘট ও পদযাত্রা করেছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, ফেনী ইউনিট।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর)বিকালে ফেনীর ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শতাধিক জলবায়ু যোদ্ধা ধর্মঘটে অংশগ্রহণ করে।এসময় সমবেত জলবায়ু যোদ্ধারা নানা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে জলবায়ুর ন্যায্য দাবীতে বিভিন্ন লস্লোগান দিয়ে তাদের দাবী প্রদর্শন করে।
ফেনী জেলা ইয়ুথনেটের সমন্বয়ক এস জেড অপু বলেন,এবারের ধর্মঘটের মূল বিষয় হচ্ছে আপরুট দ্য সিস্টেম বা উপড়ে ফেলা অর্থাৎ বৈষম্যমূলক নীতি ও অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষদের সুরক্ষিত করা।
তিনি বলেন, আমরা আসলে জানি না জলবায়ু পরিবর্তনে আমাদের কি ক্ষতি হতে পারে, জলবায়ু পরিবর্তনে আসলে দায়ী কারা! আমরা কার্বন নিঃসরণ না করেও তার ফল ভোগ করে যাচ্ছি। আমাদের ন্যায্য অধিকার ঐক্যবদ্ধ ভাবে আদায় করতে হবে। এই আন্দোলনের মাধ্যমে আসন্ন কপ-২৬ এ জোরালো দাবী তুলে ধরার জন্যই আমাদের এই ধর্মঘট।
জলবায়ু যোদ্ধা ফারজান আরা ডায়ানা বলেন,বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখতে হবে। জলবায়ুর পরিবর্তনের সৃষ্ট সমস্যা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ুর সুবিচার এখনই করতে হবে। না হয় এই পৃথিবী অবাসযোগ্য হয়ে উঠবে অচিরেই।
এইসময় জলবায়ু যোদ্ধারা কর্মসূচিতে অংশ নিয়ে আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরী প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। এইছাড়াও এই মাসে অনুষ্ঠিতব্য মিলান যুব সম্মেলন ও প্রিকপ সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী ইউনিটের সমন্বয়ক এস জেড অপুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফেনী ইউনিটের সহ- সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, জলবায়ু যোদ্ধা মোস্তাফিজুর রহমান মুরাদ ও ইমাম উদ্দিম আহমেদ ইমন।
এসময় ইয়ুথনেট ফেনী ইউনিটের জলবায়ু যোদ্ধা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের জলবায়ু যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









