শহর প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাস্টার হিরালাল চক্রবর্তীর সভাপতিত্বে জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে’র অনতিবিলম্বে মুক্তি চাই দিতে হবে। তাকে মুক্তি না দিলে আগামীতে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি তুলেন বক্তারা। তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক বিষফোঁড়া আবার দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। দেশব্যাপী মন্দির ও প্রতিমা ভাংচুর এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে সরকারের কঠিন হস্তক্ষেপ কামনা করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, এডভোকেট বিমল চন্দ্র শীল, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শম্ভু বৈষ্ণব, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শান্তি চৌধুরী, যুগ্ম সম্পাদক লিটন সাহা, সাংগঠনিক সম্পাদক মরণ চন্দ্র মজুমদার, দাগনভূঞা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার দুলাল দাস, সোনাগাজী পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী, ফুলগাজী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দত্ত, ছাগলনাইয়া পূজা পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি লাল দেবনাথ প্রমুখ।
এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক বিপুল শর্মা, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, জেলা পূজা পরিষদের মহিলা সম্পাদিকা ও পৌরসভার প্যানেল মেয়র-৩ মঞ্জু রাণী দেবী, সোনাগাজী পূজা পরিষদের সাধারণ সম্পাদক রূপন শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত নাগ, দপ্তর সম্পাদক সমর নাথ, ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় সেন, দাগনভূঞা উপজেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক আশিষ দত্ত, সোনাগাজী পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ মহাজন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার লোকজন।
সমাবেশ শেষে ট্রাংক রোডের জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জয়কালী মন্দিরের সামনে গিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









