স্টাফ রিপোর্টার :
পেশাদার অ্যাকাউন্টটেন্টদের বৈশ্বিক সংগঠন অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস এসিসিএ’র সদস্য হলেন দাগনভূঞার ছেলে মোহাম্মদ আক্তার হোসেন বাহার। তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড জগতপুর গ্রামের ইমাম হোসেনের বড় ছেলে।
দাগনভূঞা একাডেমী থেকে এসএসসি এবং ঢাকা কমার্স কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষা লাভে ২০০৮ সালে তিনি ইংল্যান্ড যান। সেখানে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করেন।
পেশাদার হিসাবরক্ষণকারীদের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস এসিসিএ ২০২০ সালের ৩১ জানুয়ারি তাঁকে সংস্থাটির সদস্যভুক্ত করেন। সংস্থার প্রেসিডেন্ট, ডেপুটি প্রেসিডেন্ট ও সেক্রেটারি স্বাক্ষরিত সদস্য সনদ গত সপ্তাহে ডাকযোগে তাঁর কাছে পৌঁছেছে বলে জানান আক্তার হোসেন।
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস সংক্ষেপে এসিসিএ পেশাদার হিসাবরক্ষণকারীদের একটি আন্তর্জাতিক সংস্হা। যার প্রশাসনিক সদর দপ্তর য়ুক্তরাজ্যের গ্লাসগোতে অবস্হিত। ১৯০৪ সালে এটির প্রতিষ্ঠা। তখন এটির নাম ছিল লন্ডন অ্যাসোসিয়েশন অব অ্যাকাউন্ট্যান্টস। ১৯৮৪ সালে এটি চার্টাড অ্যাসোসিয়েশন অব সার্টিফাইড একাউনটেন্টস নাম ধারণ করে। অবশেষে, ১৯৯৬ সালে বর্তমান নামে নামান্তর করা হয়। বর্তমানে সারা পৃথিবীজুড়ে ১৭০ টি দেশে এসিসিএ এর পাঁচ লাখ ৮৬ হাজার সদস্য ও ছাত্র রয়েছে। তার মধ্যে এক লাখ ৫৪ হাজার জন সদস্য এবং চার লাখ ৩২ হাজার জন ছাত্র।
সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শব্দটি স্বত্ব সংরক্ষিত শব্দ। যা রয়েল চার্টার থেকে উদ্ভূত। ১৯৭৪ সালে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এই প্রতিষ্ঠানটিকে ‘রাজকীয়’ খেতাব প্রদান করে। এসিসিএ এর সদস্যরাই শুধুমাত্র নিজেদের সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পরিচয় দিতে পারবে এবং তারা এসিসিএ এর সমস্ত নিয়ম কানুন এবং পেশাদারী নীতি মেনে চলতে বাধ্য থাকবে।
এসিসিএ যেসব যোগ্যতা প্রদান করে থাকে তা হল-এফসিসিএ, এসিসিএ, সিএটি ও এফআইএ।
এছাড়া অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি এর সহযোগিতায় বিএসসি ইন অ্যাপ্লায়েড অ্যাকাউন্টিং ও এমবিএ ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।
পেশাদার হিসাবরক্ষণকারীদের বৈশ্বিক সংগঠন এসিসিএ’র গর্বিত সদস্য দাগনভূঞার কৃতি সন্তান মোহাম্মদ আক্তার হোসেন বাহার বলেন, আমাদের দেশে চার্টার্ড অ্যাকাউন্টিং বিষয়ে বিশদ জ্ঞান না থাকায় অনেকে এ ব্যাপারে জানেন না। কিন্তু আধুনিক বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও চাহিদা কম নয়। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের ২০১৪ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে তখন ১৮ হাজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন ছিল। অথচ দেশি-বিদেশি মিলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছে মাত্র চার হাজার। বর্তমানে দেশের অর্থনীতির উন্নতির কারণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের চাহিদা দিনদিন বাড়ছে এবং ভবিষ্যতে আরো ব্যাপকহারে বৃদ্ধি পাবে।
ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত ডিগ্রি অর্জনের প্রবণতা বেশি। যার ফলে গ্র্যাজুয়েশন শেষে চাকরির বাজারে গিয়ে তাদের হতাশ হতে হয়। অথচ অ্যাকাউন্টিংয়ের ওপর প্রফেশনাল ডিগ্রি অর্জন করলে ভবিষ্যত নিয়ে চিন্তা করা লাগে না। যদি কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায়-তিনি তাদের পূর্ণ সহযোগিতা করবেন বলে জানান। এছাড়া অ্যাকাউন্টিং বিষয়েও কারো সহযোগিতা লাগলে তিনি সহযোগিতা করতে তৈরি আছেন। তিনি বলেন, হিসাবের জ্ঞান এবং হিসাব সংরক্ষণের পদ্ধতি যে কীভাবে একটি প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে মুনাফা বাড়িয়ে দেয় তা আমাদের দেশের ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা অনেকেই খুব একটা জানেন না। ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক গুরুত্বের দিকটি বিবেচনা করে হিসাব সংরক্ষণ পদ্ধতিকে আরো সহজতর ও ডিজিটালাইজড করতে তিনি অ্যাকাউন্টিংয়ের নানাবিধ সফটওয়্যার তৈরি নিয়ে কাজ করছেন। এছাড়া আয়কর রিটার্ন কীভাবে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেট করে ঘরে বসে অ্যাপসের মাধ্যমে দেওয়া যায় তা নিয়েও কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশের সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ফাইন্যান্স ও অ্যাকাউন্টস হেড হিসেবে কর্মরত রয়েছেন। akter.hussein@outlook.com ও www.fb.com/akterhusseinacca এ ই-মেইল ও ফেসবুকে যে কেউ তাঁর সাথে যোগাযোগ করতে পারেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









