সর্বশেষ আপডেট



» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

» ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

» ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

» ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল

» ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”

» ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন

» বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা

» ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ

» ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

» উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম

» স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

» বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত 

» সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

» ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব

» ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কারিগরি শিক্ষায় ঝোঁক বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের

** ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ উন্নীত লক্ষ্যমাত্রা নির্ধারণ **
সুরঞ্জিত নাগ :
দেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের ঝোঁক বাড়ছে। সরকারি ও বেসরকারি খাতে কারিগরি শিক্ষার যথেষ্ট সম্প্রসারণ হয়েছে। বর্তমানে সারাদেশে ৮ হাজার ৬৭৫টি কারগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এই
স্তরে শিক্ষার্থী বাড়ছে। সরকার ২০৩০ সালে মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার হার ৩০ শতাংশ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট শিক্ষার্থীর মধ্যে) উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে এই হার প্রায় ২০ শতাংশ, যা ১০ বছর আগেও ছিল ২ শতাংশের মতো।

 

কারিগরি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা
ইন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এ ছাড়া বিএম, ভোকেশনাল, কৃষি ডিপ্লোমা রয়েছে। এখন দেখা যাচ্ছে, যারা এসব কোর্স করছে, তাদের সহজেই কর্মসংস্থান হচ্ছে। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও তাদের বেকার থাকতে হচ্ছে না।

 


উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নতিতে ডেল্টা প্ল্যান নির্ধারণ করেছেন সরকার। এই ডেল্টা প্ল্যান সঠিকভাবে বাস্তবায়নে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

 

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষাব্যবস্থা উন্নত করা দরকার। এজন্য সরকার ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠায় প্রকল্প নিয়েছে। এর অধীনে একশটি উপজেলায় কলেজ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। ইতিমধ্যে ২০২১ শিক্ষাবর্ষে ৩৫টি টেকনিক্যাল স্কুল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
দেশের ৬৪টি জেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে। পরবর্তীতে এসব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ৭তলা ভিত বিশিষ্ট অত্যাধুনিক একটি করে ভবন নির্মাণ করা হচ্ছে। আধুনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওয়ার্কসপ, শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন, অধ্যক্ষের কক্ষ, মানসম্মত লাইব্রেরি, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা কমনরুম ও স্যানেটারী ব্যবস্থা থাকবে। এছাড়াও ভবনের উপরতলায় একটি হলরুম নির্মাণ করা হবে। সারাবিশ্বে বাংলাদেশ যে একটি উন্নয়ন মহাসড়কে আছে। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি আগামীর প্রজন্মকে দক্ষমানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তারই একটি অংশ।
কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১১ কোটি ২০ লাখ ৯ হাজার ৩শ ৭২ টাকা ব্যয়ে সাততলা ভিত বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

 

কলেজ কম্পাউন্ড এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলাম, ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রকৌশলী, প্রকল্প সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সারাদেশে কারিগরি শিক্ষার প্রসারে ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমান সরকারের এ উদ্যোগ জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

 

সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর প্রত্যেক ছেলেমেয়ে যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে পারে এবং মা-বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পারে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ফেনীতে শিক্ষা প্রসারে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে।

 

একমাত্র আওয়ামী লীগ সরকার ৭৫’ পরবর্তী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মকে হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এর ফলে দেশের বেকারত্ব হ্রাস পাবে। প্রশিক্ষিত শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আধুনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এটি হবে জেলার একটি আধুনিক ও উন্নত কারিগরী কেন্দ্র।

 

ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলাম জানান, এ ভবন নির্মাণের ফলে আধুনিক শ্রেণিকক্ষ ব্যবস্থা, ওয়ার্কসপ ও ল্যাব ব্যবহার করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে আগামী দিনে শিক্ষার্থীরা দেশের দক্ষমানব সম্পদ হিসেবে গড়ে উঠবে। বেকারমুক্ত ফেনী জেলা গড়তে এই প্রতিষ্ঠান ভূমিকা রাখবে।

 

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসাদ্দেকুল বারি বলেন, দক্ষ জনশক্তি অর্থনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত করবে। জনশক্তিকে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে আমাদের সবাইকে
সচেতনভাবে এগিয়ে আসতে হবে। এটা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সঠিক এবং কার্যকর উপায়। দেশকে সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে, জনসংখ্যার বিরাট বোঝাকে অভিশাপ মনে না করে আশীর্বাদ হিসেবে গণ্য করতে হবে। এজন্য প্রয়োজনীয় কারিগরি শিক্ষার বিস্তারের কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণ-তরুণীরাই আমাদের অর্থনীতির
চেহারাটা আরো বদলে দিতে পারে। দেশেতো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে তারা। আন্তর্জাতিক শ্রমবাজারে উপযুক্ত এবং ভালো বেতনে চাকরির সুযোগ পেতে পারে তারা অনায়াসেই। এভাবে আমাদের প্রবাসী রেমিট্যান্স ধারায় বিপুল জোয়ার সৃষ্টি হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!