স্টাফ রিপোর্টার :
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘে্ন উদযাপন করতে প্রতিবছরই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। ধর্ম যার যার, উৎসব সবার। এ ফলশ্রুতিতে ফেনীতে সকল ধর্মাবলম্বী মানুষের মাঝে ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমুখর পরিবেশে মিলেমিশে উদযাপন করতে দেখা যায়। যেমন পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুর্গাপূজা, খ্রীস্টান ও বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে ও নিরাপত্তার মাঝে পালিত হয়ে আসছে। তিনি করোনাকালীন সময়ের কারণে আগত দর্শনার্থীদের প্রতি সচেতনতা বাড়াতে পূজা কমিটির নেতৃবৃন্দদেরকে মাস্ক-হ্যান্ডস্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণ রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর নানা নির্দেশনা দিয়েছেন।
পূজা প্যান্ডেলে স্বেচ্ছাসেবকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যেন আবার তাদের মধ্যে দিয়ে অন্যকোন লোক বিশৃঙ্খলা করার জন্য না ঢুকে যায় সেদিকেও
খেয়াল রাখতে হবে। পূজা মন্ডপে নারী-পুরুষ, প্রবেশ ও বাহিরের পথটা আলাদা-আলাদা করার নির্দেশ দেন তিনি।
এসপি বলেন, সন্ধ্যার পর অহেতুক মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, কালো মোটরসাইকেলে ঘোরাফেরা করতে থাকা সন্দেহভাজন ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পূজা চলাকালে মন্ডপ ও আশপাশের এলাকায় টহলরত থাকার পাশাপাশি পটকা ও আতশবাজি ফোটানো, সরবরাহ করা ও বন্ধ রাখতে সকল ধরনের নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
কিশোর গ্যাংদের উৎপাত ও ইভটিজিং বন্ধে চা-দোকানসহ বিভিন্ন মোড়ে মোড়ে আড্ডাবাজিসহ নানা অপকর্মরোধে ফেনীর প্রতিটি মডেল থানার অফিসার ইনচার্জদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডপে রাত ১১টার মধ্যে মাইক, গান-বাজনা ও আরতি বন্ধ করতে হবে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ফেনী জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
২ অক্টোবর, শনিবার ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী সদর সার্কেল থোয়াই অং প্রু মারমা, জেলা পূজা উযাপন পরিষদের সহ-সভাপতি মাস্টার হিরা লাল চক্রবর্তী, অ্যাডভোকেট মানিক লাল দাস, শান্তি চৌধুরী, মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক অনিল নাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সাহা। এ সময় ফেনীর প্রতিটি থানার অফিসার ইনচার্জগণসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন- জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক মরণ মজুমদার, ফেনী সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী, পৌর পূজা পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সমর দেবনাথ, দাগনভূঞা পূজা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গোপাল সাহা, সোনাগাজী পূজা পরিষদের সভাপতি সমর দাস, পরশুরাম পূজা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, ছাগলনাইয়া পূজা পরিষদের সাধারণ সম্পাদক কীর্তিলাল দেবনাথ ও সোনাগাজী পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ মহাজন।
প্রসঙ্গত; এবার ফেনী জেলায় পাঁচটি পূজা মন্ডপ বেড়ে মোট ১৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর মহালয়ায় শুরু হবে দেবী পক্ষ। আগামী ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এরমধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী। এবার দুর্গাদেবী আসবে ঘোটকে চড়ে আর যাবে দোলায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









