আবু ইউসুফ মিন্টু :
ফেনীর পরশুরামে স্কুল ছুটি শেষে বাড়ী ফেরার পথে উপজেলার মির্জানগর ইউনিয়নের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর শ্লীলতাহানি করেছে স্থানীয় ফারুখ নামের এক বখাটে। ফারুখ উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম হানিফ মিয়ার ছেলে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পরশুরাম থানার পুুলিশ তাকে আটক করে। এব্যাপারে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দাযের করেন।
জানা যায়, ওই স্কুল ছাত্রী ছুটি শেষে সোমবার (৪ অক্টোবর) দুপুরে বাড়ী ফেরার পথে স্থানীয় বখাটে ফারুখ মধুগ্রাম নামক স্থানে রাস্তায় তাঁর পথরোধ করে তাকে শ্লীলতাহানি করে এসময় তার শরীরে স্পর্ষকাতর স্থান সহ বিভিন্ন স্থানে মুখ দিয়ে জোর পূর্বক আঘাত করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকার শুনে আমেনা আক্তারসহ পাশ্ববর্তী বাড়ী থেকে কয়েকজন মহিলা এগিয়ে এসে বখাটের হাত থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে ওই স্কুল ছাত্রীর মা বিষয়টি উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টো ও পরশুরাম মডেল থানার ওসি মু.খালেদ হোসেনের কাছে অভিযোগ দেন।
ওই স্কুল শিক্ষার্থীর মা মঙ্গলবার সকালে এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন মঙ্গলবার দুপুরের পর থেকে তার মেয়ে কান্নাকাটি করছে। এ ঘটনার পর থেকে সে কিছুই খায়নি। তিনি আরো জানান তার মুখে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে বিষয়টি তার গ্রামের সবাই জানে।
পরশুরাম থানার এসআই মো মোস্তাক জানান ওই ঘটনায় অভিযুক্ত ফারুখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









