স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বৃহস্পতিবার দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মনঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনির হায়দার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইফতেখারুল আলম চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথি সাংসদ নিজাম হাজারী বলেন, দেশব্যাপি ইউািনয়ন পরিষদের নির্বাচন চলমান রয়েছে। ধাপে ধাপে ফেনীর ৬ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী দল থেকে যাকে মনোনয়ন দিবেন তিনিই নৌকার চুড়ান্ত প্রার্থী হবেন। এছাড়া ইউপি সদস্য পদে দলীয় কোন প্রার্থী দিবে না আওয়ামী লীগ। উন্মুক্তভাবে নির্বাচনে অংশ নিয়ে যিনি জনপ্রিয় তিনি ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংসদ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করেছেন।
উপজেলা পরিষদে দলীয় কোন নেতা-কর্মী অকারণে ভীড় না করার আহবান জানিয়ে সাংসদ তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফেনীতে রেকর্ড উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ উন্নয়ন ও সমৃদ্ধিতে সারাদেশের মডেল উপজেলায় পরিনত হবে।
সভায় জেলার ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৫ পৌরসভার মেয়র, সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণের পূর্বে ফেনী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









