স্টাফ রিপোর্টার :
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে একজন মেয়র পদ প্রার্থীকে মারধর করে তার হাত থেকে মনোনয়নপত্র ছিনতাই এবং তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম আবদুল হালিম (৩৮)। তিনি ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহম্মদের ছেলে। অপহরণের প্রায় তিন ঘন্টা পর অজ্ঞাত স্থানে নিয়ে আটকিয়ে রেখে অপহরণকারীরা মনোনয়পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর সন্ধ্যায় তাকে পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সহায়তায় তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অপহৃত আবদুল হালিম অভিযোগ করেন, রোববার (১০ অক্টোবর) বিকেলে তিনি তার কয়েকজন আত্মীয়কে সাথে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া জন্য যাচ্ছিলেন। উপজেলা গেইটে গেলে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. মোস্তফার কয়েকজন সমর্থক তার গতিরোধ করেন। তারা তাকে কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করেন। তার নিকট থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেয় এবং তাকে টেনে হেছঁড়ে একটি অটোরিকসায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে আটকিয়ে রাখেন। ফলে তিনি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারেন নি। তিনি এর বিচার দাবি করেন। তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানায়।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিক উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশির ও মেজবাহ উদ্দিন নামে দুইজনকে আটক করেছে।
ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, তিনি ঘটনাটি শোনার পর ছাগলনাইয়া যান এবং ঘটনার সত্যতা দেখতে পান। তিনি জানান, এঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়টি জানার জন্য ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এবং আ. লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফার সাথে কথা বলার জন্য একাধিক বার তাঁর মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, তার কার্যালয়ের সামনে হৈছৈ হয়েছে। তবে নির্বাচন কার্যালয়ে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। কেউ অভিযোগও করেনি। বাইরে কোন ঘটনা হলে সেটি তার জানার কথা নয়।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত কিছুই জানেন না। তিনি ঘটনা সম্পর্কে খোঁজ নেবেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ দুইজনকে আটক করেছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









