স্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মোহরবাগ গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুর রহমান (৭০) রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে নিজ গ্রামে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
নামাজে জানাযায়, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর নবী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেদুল হক বাবর, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওলি আহাম্মদ, গোলাম বেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, আওয়ামী লীগ নেতা শামছুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রলীগের সভাপতি জাকের হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহণ করেন।

মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, মাস্টার আবদুর রহমান এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি নিজ এলাকার উন্নয়নে কাজ করে গেছেন এবং ব্যাক্তিগত ভাবে তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ও আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন এবং শোকাহত স্বজনদের এই শোক সহিবার শক্তি দান করেন উপস্থিত সকলে এই দোয়া করেন।

এদিকে মরহুমের মৃত্যুতে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নুর নবীসহ বিভিন্ন মহল পৃথক শোক বার্তায় – মাস্টার আবদুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









