শহর প্রতিনিধি :
ফেনীতে জাতীয় পার্টির জেলা কমিটির আয়োজনে জেলা সম্মেলন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার (১৩ অক্টোবর) শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন প্রফেসর সাইফুদ্দিন আহমেদ চৌধুরী।
ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম এম ইকবাল আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান বাবুল, জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, আবদুল ওয়াদুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রবিউল হক রবি, সদর উপজেলা আহবায়ক আজিজুল রসুল মিলন, ফেনী পৌর আহবায়ক নুর আলম (আলম বাঁশি), জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনছুর নয়ন, জেলা মহিলা পার্টির আহবায়ক ফারহানা আইরিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নুর নবী খোন্দকার, জেলা জাতীয় পার্টির সদস্য শহিদুল ইসলাম শহীদ, সিরাজ উদ্দিন দুলাল, রফিকুল ইসলাম, ছাগলনাইয়া পৌর জাতীয় পার্টির সভাপতি শাখাওয়াত হোসেন, দাগনভূঞা পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্যরা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফারহানা আইরিনকে আহবায়ক করে জেলা মহিলা পার্টির অনুমোদিত কমিটি হস্তান্তর করেন প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভা শুরুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও সদ্য প্রয়াত মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর আত্মার মাগফেরাত ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি. এম কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









