স্টাফ রিপোর্টার :
নিহতরা হলেন-কনের বড় বোনের জামাই জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলি।
কনেসহ আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক কনে ফারজানা কলির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের বিয়ের ধার্য তারিখ ছিল শুক্রবার। দুপুরে কনে ফারজানাকে শহরের একটি পার্লারে সাজাতে নিয়ে যাওয়া হয়।
সাজগোছ শেষে তারা অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই কনের বড় বোনের জামাই জামাল হোসেন ও ভাতিজি হাছনা আক্তার পলি মারা যায়। আহত হয় কনেসহ তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কনে ফারজানা কলির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দেন।
বাকি আহতদের ফেনী হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত জামাল হোসেন ও হাছনা আক্তার পলি আলকরা ইউনিয়নের বাসিন্দা।
ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে এবং মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









