স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা ২৩ অক্টোবর, শনিবার পুষ্পনীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম মীর হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাজী মো. শাহ আলম ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহীদুল হক আরিফ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, ইসমাঈল হোসেন খোকন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল মজুমদার শামীম, আমজাদ হোসেন মানিক ও সদস্য কাজী নজরুল ইসলাম।
পরিচিতি সভায় সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন রশীদ জাফর, সদস্য মহি উদ্দিন দিদার, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রাশেদুল ইসলাম পাটোয়ারী রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন রুবেল, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ডালিম, মনসুর শিকদার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিবি হাজেরা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রেমুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিনস্তরের নেতৃবৃদ।
প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, গর্বিত আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আপনাদেরকে চিন্তা করে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমরা শান্তিতে ও নিরাপদে বাস করছি এবং দেশে উন্নয়ন হচ্ছে। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে হবে। প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মাধ্যমে অভিমান ভুলে কাজ করতে হবে। আমরা এমন কোন কাজ করবো না, যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজাম উদ্দিন হাজারী এমপি ও দলের বদনাম হয়। ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগকে জয় লাভ করাতে এখনই মাঠে কাজ করতে হবে। দল, সরকার ও জনপ্রতিনিধির সমন্বয়ে কাজ করতে হবে। তাহলে আওয়ামী লীগের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। সদ্য ঘোষিত পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিকে একটি চমৎকার ইউনিট উল্লেখ করে তিনি বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত কমিটির মধ্য দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরো শক্তিশালী করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমরা আর ২০০১ সালে আর ফিরে যেতে চাই না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









