স্টাফ রিপোর্টার :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর নব-নির্মিত নাটক ‘বন্দি নম্বর-৭৩’ ফেনীতে মঞ্চায়িত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নাটকটি মঞ্চায়িত হয়।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনীর উপর ৬৪ জেলায় ৬৪টি মঞ্চ নাটক নির্মিত হয়।
তারই অংশ হিসেবে ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেল জীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘বন্দি নম্বর-৭৩’ নাটকটি নির্মাণ করা হয়।
নাটক পরিবেশনা করেছে রেপার্টরি নাট্যদল ফেনীর ২৩ জন নাট্যকর্মী। নাটকটির রচয়িতা সুফি সুফিয়ান ও নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন সাইমুম। জেলা প্রশাসক ও নাটকের প্রধান উপদেষ্টা মো: আবু সেলিম মাহমুদ-উল হাসান। সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এস. এম. টি কামরান হাসান।
শনিবার সন্ধ্যা ৭ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, সময় টেলিভিশন ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুন্না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, কবি ও সংগঠক ইকবাল চৌধুরী, প্রবীণ সংগীত শিল্পী শান্তি চৌধুরী, প্রবীণ নাট্যশিল্পী নারায়ণ নাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমরজিৎ দাশ টুটুল, বাপ্পী পোদ্দার, হুমায়ুন মজুমদার, এডভোকেট রাশেদ মাযহার, পৃথ্বীরাজ চক্রবর্তী, এফ এম রহমান মিলন, কবি উত্তম দেবনাথ, রাজীব সরোয়ার, স্থানীয় নাট্যকর্মী, সাংস্কৃতিককর্মী, সংগঠকসহ শতাধিক দর্শক নাটকটি উপভোগ করেন।

নির্দেশক নাসির উদ্দিন সাইমুম বলেন ‘আমরা নাটকটি শিল্পসম্মত করার জন্য চেষ্টা করেছি। নাটক ‘বন্দি নম্বর-৭৩’ এর মধ্যদিয়ে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছেন। তিনি আমাদের মনের মধ্যে-হৃদয়ের মধ্যে জাগরুক হয়ে থাকবেন।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









