** বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি **
শহর প্রতিনিধি :
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ করে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে।
ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক যতন মজুমদার, অ্যাডভোকেট সমির চন্দ্র কর, মাষ্টার হিরা লাল চক্রবর্তী, অ্যাডভোকেট রশিক শেখর ভৌমিক, অমল বিশ্বাস, তুষার কান্তি বসাক, সুব্রত সাহা, সুনিল রায়, পরিমল রায়, বিএমএ ফেনী জেলা সাধারণ সম্পাদক ডা. বিমল দাস, অনিল নাথ, গৌরাঙ্গ ভৌমিক, সরোজ চক্রবর্তী, শম্ভু বৈষ্ণব, মরণ মজুমদার ও অজিত বরণ দাস প্রমুখ।
এছাড়া গণঅনশন ও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহবায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুর হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সভাপতি অ্যাডভোকেট এ, কে, এম ফয়জুল হক মিল্কি, ফেনী জেলা খেলাঘর ও বামাস সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মো. শাহদাত হোসাইন, চ্যানেল-২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধার সম্পাদক আলী হায়দার মানিক।
বক্তারা ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ এবং হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন। যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও দ্রুত
আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার সময় যেসব জনপ্রতিনিধি এগিয়ে আসেননি, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে হিন্দু সুরক্ষা আইন ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবী তুলেছেন।
অপরদিকে বক্তরা হামলায় ক্ষতিগ্রস্ত সব মন্দির ও বাড়িঘর সরকারি খরচে পুন:র্নিমাণ এবং নিহত প্রত্যেকের
পরিবারকে ৫০ লাখ ও আহত ব্যক্তিদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি করা হয়।
এছাড়া দ্রুত সময়ের মধ্যে এ সকল ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত এবং তদন্ত প্রতিবেদন
জনসম্মুখে প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
সাম্প্রদায়িক সহিংসতা তদন্তে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
সাম্প্রদায়িক হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যদি গাফিলতি থাকে, তা তদন্ত
করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









