শহর প্রতিনিধি :
আলহাজ্ব কোব্বাদ আহম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার (০৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা হাইওয়ে সার্কেলের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরুল হাসান, হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন।
স্কুলের সিনিয়র শিক্ষক এ এস এম আব্দুল্লাহর
সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক একেএম জহির উদ্দিন কচি, সিনিয়র শিক্ষিকা খাদিজা খানম রুনা, সিনিয়র শিক্ষক এস এম মমিনুল হক চৌধুরী, জাবেদ হোসেন, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আজমির সুলতানা রিয়া, অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইসরাত জাহান সুরাইয়া ও মো. জুনাইদ বিন সাব্বির।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী সাহাব উদ্দিন, নুরুল আমিন মিন্টু, বোরহান উদ্দিন বাচ্চু, দাতা সদস্য কাজীমুজ্জামান আশিকসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে মা-বাবার স্বপ্ন পূরণ করে বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। পড়ালেখা করে শুধু মেবাধী হলে চলবে না। সাথে সাথে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে।
বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা ও নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বিদ্যালয়ের সাবেক এ ছাত্র।
সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব নুর আজম। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন রকম উপহার, ফুল এবং ক্রেস্ট দিয়ে বিদ্যালয়ের সাবেক ছাত্র মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে বরণ করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









