**বর্ধিত সভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি**
স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রীয় পাঁচ নেতার আগমণ ঘটছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি।
জেলা আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী এমপির পরিচালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার জানান, বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ ছাড়াও ছয় উপজেলা, পাঁচ পৌরসভা, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করবেন। এছাড়া সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নিজাম উদ্দিন হাজারী এমপি মুঠোফোনে জানান, ‘রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সভা আহ্বান করা হয়েছে। তাদের দিকনির্দেশনা অনুযায়ী সভার এজেন্ডা নির্ধারণ করা হয়েছে।’

এছাড়া সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের ছবি দিয়ে বানানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে।
বর্ধিত সভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









