স্টাফ রিপোর্টার :
ফেনীর তিন উপজেলায় ছয় আওয়ামী লীগ নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ. কে শহীদ উল্যাহ খোন্দকার হক এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, গত ৯ নভেম্বর ফেনী জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় দলীয় প্রার্থীদের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সুপারিশক্রমে তিন উপজেলার ছয় নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার হীনস্বার্থে লিপ্ত থাকায় এই ছয় নেতা তাদের দলীয় পদ হারালো। দ্রুত সময়ের মধ্যেই চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা তাদের জানিয়ে দেওয়া হবে।
বহিষ্কৃতরা হলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী। তিনি বক্সমাহমুদ ইউনিয়ন থেকে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া একই উপজেলার উপদেষ্টামন্ডলীর সদস্য আলী আকবর ভূঞা। তিনি মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলেন।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম। তিনি, আমজাদ হাট ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ভূঞা রনি।তিনি, ঘোপাল ইউনিয়ের বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং একই উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা ও রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্নাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









