শহর প্রতিনিধি :
ফেনীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, ফেনীর সফলতাই আমার সফলতা। ফেনী ব্যর্থ হলে আমিও ব্যর্থ। এসপি হিসেবে আমি ফেনীর সকল ভালো-মন্দে জড়িয়ে আছি।
সোমবার, ১৫ নভেম্বর ফেনীর পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার এসব কথা বলেন।
এসময় তিনি পরিবহন নেতাদের লক্ষ্য করে বলেন, আপনারা নিয়ম মেনে সকল বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় পরিবহন চালাবেন। নিয়ম ভঙ্গ করে বিশৃঙ্খলা করবেন না। সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করবেন না। সড়কে কোন সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ থাকলে গোপনে আমাকে জানাবেন। আমি তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এসময় এসপি বলেন, পুলিশের পক্ষ থেকে ফেনীবাসীকে সকল ন্যায্য ও বৈধ সহযোগিতা বিড়ম্বনা ছাড়াই দেয়া হবে। তবে আপনারা আমার কাছে সরকার ও রাষ্ট্রীয় পলিসির বাহিরে কোন সহযোগিতা ও আবদার করবেন না। এসময় তিনি সরকার ও স্বাধীনতা বিরোধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
মতবিনিময়কালে ফেনীর নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ট্রাফিক পরিদর্শক নূর আহমদ, স্টার লাইন গ্রæপ’র ভাইস চেয়ারম্যান ও ফেনী জেলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবলু, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, শ্রমিক নেতা আযম চৌধুরী, ফেনী জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. শাহীন, ফেনী জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুল হক জাহাঙ্গীর, করাত কল মালিক সমিতির মো. শাহজাহানসহ পেট্রোল পাম্প মালিক সমিতি ও লরি মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









