স্টাফ রিপোর্টার :
ফেনীতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদর্শন, কম্বল বিতরণ ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (১৬ নভেম্বর) সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের বাঘটিলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খন্দকার।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল-মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- ধর্মপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, উপকারভোগী সুফিয়া বেগম ও আনোয়ার হোসেন।
জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি রজত বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আফতাবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য, উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর উপহার বিশ্বের দরবারে বেশ প্রশংসিত হয়েছে। প্রতিটি পরিবারকে দুই শতাংশ জায়গা, গভীর নলকূপের পানি, স্যানিটেশন ব্যবস্থা, মসজিদ, রাস্তা, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হবে। তিনি এলাকাবাসীকে মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকার আহ্বান জানান।

উপকারভোগী সুফিয়া বেগম বলেন, ‘আগে আমরা অনেক কষ্ট করে দিন কাটাতাম। থাকার জায়গা ছিল না। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আমরা অনেক খুশি। আমরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছি’।

শুরুতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদর্শন ও গাছের চারা রোপণ করেন। শেষে উপকারভোগীদের হাতে ২১টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। এছাড়াও দু:স্থ অসহায় দুইশত পরিবারের মাঝে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









