সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনীতে বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক অনলাইন (জুম) কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ফেনীতে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিয়ে বন্ধে প্রচলিত আইন, বাল্যবিয়ের কুফল ও ঝুঁকি, বাল্যবিয়ের কারণ ও প্রতিকার, বাল্যবিয়ে বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরা বিস্তারিত আলোচনা করেন।
বাল্যবিয়ে বন্ধে সচেতনার পাশাপাশি জনমত গঠনে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বায়ন জানান। এসময় প্রশিক্ষকরা বলেন, বাল্যবিয়ে বন্ধে নিকাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবারসহ সবার সচেতনার উপর গুরুত্বারোপ করেন।
কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর সমন্বয় আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালাটি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জন হপকিন্স’র কনসালটেন্ট রিফাত শারমিন ও কনসালটেন্ট সোনিয়া রহমান
কর্মশালায় ফেনীর সিনিয়র সাংবাদিক আবু তাহের, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মুহাম্মদ শাহাদাত হোসেন, শওকত মাহমুদ, আরিফুল আমিন রিজভী, নাজমুল হক শামীম, শাহজালাল ভূঁইয়া, সৌরভ পাটোয়ারী, আতিয়ার সজল, মাঈনুল রাসেল, সোলায়মান হাজারী ডালিম, এম. এমরান পাটোয়ারী, নুরুল্লাহ কায়সার, সফি উল্যাহ রিপন, এমাম হোসেন এমাম, ওমর ফারুক, আমজাদুর রহমান রুবেল, সাহিদা সাম্য লিনা আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় আবদুল্লাহ আল-মামুন, আলি হায়দার মানিক, শেখ আশিকুন্নবী সজীব, তারেক মজুমদার, আবু ইউসুফ মিন্টু, আবুল হাসান, এস এম ইউসুফ আলী, সাহাব উদ্দিন, হারুনুর রশিদ মৃধা, ও রাইসা ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের দুটি বিভাগে ৮ জেলায় ২০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় প্রথম দিন চট্রগ্রাম বিভাগের ফেনী জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









