সংবাদ বিজ্ঞপ্তি :
জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে মঙ্গলবার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে আমাদের করনীয়, সরকারের ভিশন ২০২১ ও ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে অর্জন ও সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক অংশীজন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। উন্নয়ন তথ্য বর্ণনার পাশাপাশি সামাজিক সমস্যা যেমন যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, জঙ্গীবাদ প্রভৃতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত থাকেন। বক্তারা বর্তমান সরকারের ভিশন ২০২১ এর অর্জন এবং ভিশন ২০৪১ এর লক্ষ্যসমুহ সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও চলমান মেগা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান উন্নয়নের তথ্যসমুহ উপস্থিত জনসাধারণকে অবহিত করা হয়। জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি জনবান্ধব উদ্যোগ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন।
প্রত্যেকটি উদ্যোগের উদ্দেশ্য, অর্জন, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বর্ননা করা হয়। কর্মসংস্থান ও শিল্পায়নের লক্ষ্যে সারাদেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল নির্মানের সরকারের পরিকল্পনা উল্লেখ করে ফেনীর সোনাগাজীতে নির্মায়মাণ দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে বক্তারা আলোকপাত করেন। তাঁরা বলেন, এর মাধ্যমে ফেনীর সাধারন মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রীর প্রত্যেকটি উদ্যোগ জনসাধারনের জীবন মান উন্নয়নে অবদান রাখছে। সরকারের সুফল গ্রহণের জন্য সকলকে এই বিষয়গুলো জানতে এবং অপরকে জানাতে আহবান জানান।
এছাড়াও তথ্য অধিকার আইনের বিষয়ে আলোকপাত করে তথ্য অফিসার বলেন, এর মাধ্যমে জনগন তাদের জন্য প্রদানকৃত সরকারি সেবা সম্পর্কে জানতে পারবেন এবং যোগ্য ব্যক্তি সরকারি সেবা থেকে বঞ্চিত হলে অভিযোগ করতে পারবেন। তাই এর মাধ্যমে প্রত্যেককে তাঁর নিজের প্রাপ্য অধিকার আদায় করে নিতে আহবান জানান। এছাড়াও মাদক, যৌতুক, সন্ত্রাসবাদ ও গুজব প্রতিরোধে একযোগে সবাইকে কাজ করার আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









